বুধবার ● ২৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » সেনাবাহিনীতে তথ্য প্রযুক্তির সুবিধা যথাযথভাবে কাজে লাগান: রাষ্ট্রপতি
সেনাবাহিনীতে তথ্য প্রযুক্তির সুবিধা যথাযথভাবে কাজে লাগান: রাষ্ট্রপতি
![]()
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে সামরিক জীবনে তথ্য প্রযুক্তির (আইটি) সুবিধাসমূহ যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি একই সঙ্গে এর অপব্যবহার রোধে সর্বদা প্রস্তুত থাকার ওপরেও গুরুত্ব আরোপ করেন। খবর বাসস’র
সশস্ত্র বাহিনী দিবস-২০১৯ উপলক্ষে বঙ্গভবনে এক ভোজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা কর্মক্ষেত্রে আইটি (তথ্য প্রযুক্তি)’র সমস্ত সুযোগ-সুবিধা যথাযথভাবে ব্যবহার করুন। আইটির অপব্যবহার রোধে সর্বদা প্রস্তুত থাকুন।’
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোঃ আবদুল হামিদ পরামর্শ দিয়ে বলেন, ‘সাইবার ক্রাইম এখন একটি নিত্যদিনের ঘটনা। সুতরাং আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে অবশ্যই তাদের নিজ-নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে।’
‘তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে প্রতিটি পেশার ক্ষেত্রেই সুযোগ-সুবিধা যেমন বেড়েছে তেমনি চ্যালেঞ্জের মাত্রাও বেড়েছে।’ রাষ্ট্রপ্রতি পর্যবেক্ষণ করেছেন যে, ‘জাতীয়, সামাজিক ও ব্যক্তি নিরাপত্তার হুমকি এখন অনেক বেশি।’
তিনি বলেন, যে কোন বাহিনীর উন্নয়নের পূর্বশর্ত হলো নেতৃত্বের প্রতি গভীর আস্থা, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ, পেশাগত দক্ষতা এবং সর্বোপরি শৃঙ্খলা।
রাষ্ট্রপতি বলেন, আমার দৃঢ় বিশ্বাস, মুক্তিযুদ্ধের চেতনায় সশস্ত্র বাহিনীর সদস্যগণ নেতৃত্বের প্রতি পরিপূর্ণ অনুগত থেকে কঠোর অনুশীলন, শৃঙ্খলা, পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের সমন্বয়ে তাদের গৌরব সমুন্নত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্বের প্রতীক। সশস্ত্র বাহিনীর সদস্যগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনের পাশাপাশি যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতাসহ জাতিগঠনমূলক কর্মকা-ে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন।
মোঃ আবদুল হামিদ আশা করেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা নিজেদের বিশ্বমানে গড়ে তুলবেন এবং উন্নত বিশ্বের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে এগিয়ে যাবেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, মুখ্য সচিব, বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ, উর্ধতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।





করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিপিও শিল্প খাত
করোনার ঝুঁকি নিয়ে সকল প্রকার ওয়াটার ফিল্টার পাইকারি ও খুচরা মুল্যে ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি- আজিজুল ইসলাম
বাংলাদেশে দ্রুত বিকাশ লাভ করছে ডিজিটাল অর্থনীতি, সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য।
আইওটি, বিগডাটা, রোবটিক প্রযুক্তির মহাসড়ক হচ্ছে ফাইভ-জি: মোস্তাফা জব্বার
৭৭২ দুর্গম ইউনিয়নে যাচ্ছে দ্রুত গতির ইন্টারনেট
৩০ নভেম্বরের পর অবৈধ অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা: মুরাদ হাসান
অ্যাপিকটা পুরস্কার পেল জেনেক্স ইনফোসিস ও এটুআই
চার বছরে ডিজিটাল অর্থনীতির উন্নয়নে শীর্ষ চারে বাংলাদেশ
৫০টি গ্রামকে ‘ডিজিটাল ভিলেজ’ হিসেবে গড়ে তুলবে সরকার