রবিবার ● ১৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » ইন্টারনেটে বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করার আহ্বান
ইন্টারনেটে বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করার আহ্বান
![]()
ইন্টারনেটে বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন উইকিপিডিয়ানরা। শনিবার বিকেলে রাজধানীর প্রাণ সেন্টারে আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, ‘আমি এখানে এসে সমৃদ্ধ হয়েছি। আমরা কিছু জানি, অনেক কিছু জানি না। আমি আশান্বিত হয়েছি এখানে উপস্থিত সবাই কম সময়ে অনেক কথা বলেছেন। আমরা শুরু করতে জানি, শেষ করি না। আপনারা যারা শুরু করেছেন, আশা করি তা বিস্তৃত হবে।’
তিনি বলেন, ‘উইকিপিডিয়া বাংলা ভাষায় খুব বেশি অগ্রসর না হলেও আশা জাগিয়েছে। এক্ষেত্রে বাংলা একাডেমি, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ও সরকারি দফতরকে এগিয়ে আসতে হবে।’
স্বাগত বক্তব্যে জাগোনিউজ২৪.কমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, ‘উইকিপিডিয়ার এ কর্মসূচির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এ প্রতিযোগিতার মাধ্যমে উইকিপিডিয়ায় নতুন করে এক হাজার নিবন্ধ যুক্ত হয়েছে। আশা করি ভবিষ্যতে নিবন্ধের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।’
উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা বলেন, ‘বিশ্বে ভাষা প্রতিযোগিতায় বাংলা ভাষা হারিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। তরুণরা এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা সচল রাখতে চেষ্টা করছেন। ভাষার প্রতি ভালোবাসা থেকেই তারা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।’
এতে প্রতিযোগিতার বিভিন্ন দিক উপস্থাপন করেন উইকিমিডিয়া বাংলাদেশের নাহিদ সুলতান।
জাগো নিউজের ফিচার সম্পাদক আরিফুল ইসলাম আরমানের সঞ্চালনায় অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন উইকিপিডিয়ান মো. দেলোয়ার হোসেন, মীর্জা শাহিদুল হাসান রোমান, মামুন মেহেদী, সোলায়মান উদ্দিন, গালিব প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগো নিউজের প্রধান প্রতিবেদক মনিরুজ্জামান উজ্জ্বল, প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মিডিয়া) কে এম জিয়াউল হক প্রমুখ।
উল্লেখ্য, ‘আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু’ স্লোগানে এই প্রতিযোগিতা ১ জুলাই থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলে। যার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ১০০০ নতুন নিবন্ধ যুক্ত হয়েছে।





করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিপিও শিল্প খাত
করোনার ঝুঁকি নিয়ে সকল প্রকার ওয়াটার ফিল্টার পাইকারি ও খুচরা মুল্যে ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি- আজিজুল ইসলাম
বাংলাদেশে দ্রুত বিকাশ লাভ করছে ডিজিটাল অর্থনীতি, সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য।
আইওটি, বিগডাটা, রোবটিক প্রযুক্তির মহাসড়ক হচ্ছে ফাইভ-জি: মোস্তাফা জব্বার
৭৭২ দুর্গম ইউনিয়নে যাচ্ছে দ্রুত গতির ইন্টারনেট
৩০ নভেম্বরের পর অবৈধ অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা: মুরাদ হাসান
সেনাবাহিনীতে তথ্য প্রযুক্তির সুবিধা যথাযথভাবে কাজে লাগান: রাষ্ট্রপতি
অ্যাপিকটা পুরস্কার পেল জেনেক্স ইনফোসিস ও এটুআই
চার বছরে ডিজিটাল অর্থনীতির উন্নয়নে শীর্ষ চারে বাংলাদেশ
৫০টি গ্রামকে ‘ডিজিটাল ভিলেজ’ হিসেবে গড়ে তুলবে সরকার