শনিবার ● ৮ জুন ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রাজধানীতে নতুন ফ্যাশন ডিজাইনারদের পণ্য প্রদর্শনী
রাজধানীতে নতুন ফ্যাশন ডিজাইনারদের পণ্য প্রদর্শনী
৭ ও ৮ জুন রাজধানীর বিবি প্রোডাকশনসে ২০ জন নতুন ফ্যাশন ডিজাইনারের পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই ফ্যাশন ডিজাইনাররা এর আগে প্রযুক্তি প্রতিষ্ঠান উইমেন ইন ডিজিটাল এর আয়োজনে ‘ফ্যাশন ডিজাইন ক্র্যাশ কোর্স উইথ বিবি রাসেল’ শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহন করেছিল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন আইকন ও মডেল বিবি রাসেল এই প্রশিক্ষণ কর্মসূচির নেতুৃত্ব দিয়েছেন।
্এই উদীয়মান ফ্যাশন ডিজাইনার প্রশিক্ষনের মাধ্যমে শিখেছেন কিভাবে দেশীয় পণ্যকে আন্তর্জাতিক রূপ দেয়া যায়। কতটা সিম্পলিসিটির মাধ্যমে অনেক ভালো কিছু করা যায়। গামছা, জামদানি, টাঙ্গাইল, মনিপুরি ইত্যাদি কাপড়ের সাথে ওয়েস্টার্ন ফ্যাশনের মিশেলে তারা নতুন ডিজাইন তৈরি করেছেন। প্রদর্শনীতে বিভিন্ন ধরনের অলংকার সামগ্রী, চামড়ার ব্যাগ এবং পাটের তৈরি পণ্য অন্তর্ভুক্ত ছিলো।
অংশগ্রহণকারী ফ্যাশন ডিজাইনার হলেন: তানিয়া ওয়াহাব, ফারহানা মুনমুন, মাহজাবীন রহিম মৈত্রী, জান্নাতুল ফেরদৌস হীরা, ফারাহ সিরাজ, রেহেমুমা হোসেন, রাহনুমা সুলতানা, শাহীন আক্তার কণা, মাহমুদা রহমান, মাসহুদা হক ইফা, এভলী চাকমা, নাসিমা আক্তার, রুবাইয়াত চৌধুরী, শাহীন শানীল, অলকা রানী কোচ, মাকসুদা পারভীন ইভা, তৌওহীদা আক্তার সংগীতা, ফারহানা আলম, রাইসা মনিজা আক্তার।
প্রশিক্ষণ এবং প্রদর্শনী আয়োজন করেছে উইমেন ইন ডিজিটাল এবং সার্বিক সহযোগিতায় ছিল বিবি প্রোডাকশন।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. নাদিয়া বিনতে আমিন, রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সিলেট উইমেন চেম্বার অফ কমার্স এর প্রেসিডেন্ট স্বর্ণলতা রায়, বাংলা ক্রাফট এর প্রেসিডেন্ট এস ইউ হায়দার, সিআরআই এর হেড অফ রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন সৈয়দ মফিজ কামাল অনিক, বিশ^ব্যাংকের প্রতিনিধি হোসন আরা ফেরদৌস সুমি, আইডিয়া প্রকল্পের হেড অফ অপারেশন সিদ্ধার্থ গোস্বামী প্রমুখ।