বুধবার ● ১৩ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দারাজ ১১.১১ ক্যাম্পেইনে টেকনোর অফার
দারাজ ১১.১১ ক্যাম্পেইনে টেকনোর অফার
দারাজ ১১.১১ ক্যাম্পেইনে বিশেষ কিছু অফার নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। এই ক্যাম্পেইন চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। এই ক্যাম্পেইনে অন্যতম ব্র্যান্ড পার্টনার হিসেবে অংশ নিচ্ছে টেকনো এবং ডিভাইসগুলোতে থাকছে সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত ছাড়।
ক্যাম্পেইন চলাকালীন ক্যামন ৩০এস ডিভাইসটি পাওয়া যাবে ২৬,৯৬৯ টাকায় (বাজার মূল্য ২৯,৯৯৯ টাকা), স্পার্ক ৩ প্রো থাকছে ১৮,৭৮৫ টাকায় (বাজার মূল্য ২০,৯৯৯ টাকা) এবং স্পার্ক ৩০ কেনা যাবে ১৬,০৮৮ টাকায় (বাজার মূল্য ১৭,৯৯৯ টাকা)।
ধামাকা অফার রয়েছে ফ্যান-ফেভারিট ডিভাইসগুলোতেও। এর মাঝে আছে স্পার্ক ৩০সি, স্পার্ক গো ২০২৪ এবং স্পার্ক গো ওয়ান। এছাড়া টেকনোর অন্যান্য এক্সেসরিজগুলোও পাওয়া যাবে এই ক্যাম্পেইনে। ফলে সহজে মিলবে টেকনো বাডস৩, টেকনো ওয়াচ৩, এবং টেকনো ওয়াচ প্রো২- এর মতো আইটেমগুলো যার দাম ১,৫৮০ টাকা থেকে শুরু।
ডিসকাউন্ট ছাড়াও এই ক্যাম্পেইনে টেকনোর যেকোনো ডিভাইস কিনলেই গ্রাহকরা পাবেন ফ্রি ডেলিভারি। এছাড়া কেনাকাটায় থাকছে বিকাশ ক্যাশব্যাক অফার, ব্যাংক ডিসকাউন্ট সহ ০% ইএমআই সুবিধা।





বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম
বাজারে রেসি ব্র্যান্ডের হাই ক্যাপাসিটি পাওয়ার ব্যাংক
পাল্সটেকের মাধ্যমে ওষুধ সংগ্রহ করছে ঢাকার ১৫ হাজার ফার্মেসি
বিডিসাফের উদ্যোগে দিনব্যাপী সাইবার সিম্পোজিয়াম অনুষ্ঠিত
ভ্রমণের পেমেন্ট বিকাশ করলে থাকছে ভ্রমনের বিদেশ যাওয়ার সুযোগ
চসিক-বিট্র্যাক ও মাইলেজের মধ্যে চুক্তি স্বাক্ষর
দুবাইয়ে অনুষ্ঠিত জাইটেক্স গ্লোবাল ২০২৫ এ বাক্কোর অংশগ্রহণ