সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১৪, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৩০ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » হ্যাকারদের দ্বিতীয় ডেফকন সম্মেলন
প্রথম পাতা » আইসিটি আপডেট » হ্যাকারদের দ্বিতীয় ডেফকন সম্মেলন
৭৪৫ বার পঠিত
সোমবার ● ৩০ জুলাই ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হ্যাকারদের দ্বিতীয় ডেফকন সম্মেলন

 defcon 2012 conference

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গত  বৃহস্পতিবার শুরু হয় হ্যাকারদের দ্বিতীয় ডেফকন সম্মেলন। এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) প্রধান কেইথ আলেকজান্ডার যোগ দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। সম্মেলনে তিনি হ্যাকারদের উদ্দেশে ইন্টারনেটকে আরও নিরাপদ করার জন্য আহ্বান জানান। খবর সিএনএন মানির।
হ্যাকারদের উদ্দেশ্যে তার দেয়া বক্তব্য অনুযায়ী, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা প্রত্যেকেরই অধিকার। এটা অক্ষুণ্ন রাখার জন্য ডেফকনে নতুন পদ্ধতি তৈরির আহ্বান জানান তিনি।
ডেফকনের আয়োজক জেফ মসের আমন্ত্রণে এনএসএপ্রধান সম্মেলনে যোগ দেন। হ্যাকিং গ্রুপগুলোর কাছে জেফ মস ডার্ক ট্যানজেন্ট নামে পরিচিত। এনএসএ প্রধানের এ বক্তব্য সম্মেলনে অংশগ্রহণকারীরা করতালির মাধ্যমে স্বাগত জানান। তবে শ্রোতাদের অনেকের বক্তব্য অনুযায়ী, সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর ছিদ্রান্বেষণের মতো বদ অভ্যাস রয়েছে।
ডেফকনে বক্তব্য রাখার সময় আলেকজান্ডারের পরনে ছিল জিন্স ও টি-শার্ট। বক্তব্যে তিনি হ্যাকারদের বেশকিছু প্রচেষ্টার প্রশংসাও করেন। সম্মেলনে তাকে বেসামরিক সুযোগ-সুবিধাবিষয়ক প্রশ্ন করা হয়। ইন্টারনেটের প্রতি নিবেদিতপ্রাণ প্রচুর গবেষকের কাছে এটি গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্রের লাখ লাখ বাসিন্দার ব্যক্তিগত তথ্য এনএসএর কাছে আছে কি না, সে ব্যাপারে আলেকজান্ডারকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তার বক্তব্য অনুযায়ী, এ অভিযোগ যারা করছে, তাদের এ সম্পর্কে আরও ভালো জানা উচিত। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।
সাইবার সিকিউরিটি বিল-সম্পর্কিত লবিংয়ের উদ্দেশ্যে আলেকজান্ডার এ বক্তৃতা দেন। হ্যাকিংয়ের শিকার প্রতিষ্ঠানগুলো যাতে সরকারের সঙ্গে তাদের তথ্য শেয়ার করতে পারে, সে জন্য সিনেটে প্রস্তাব তোলার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া আগামীর নিরাপত্তা মানের সঙ্গে সঙ্গতি রাখার কারণে গুরুত্বপূর্ণ অবকাঠামো মালিকদের পুরস্কার দেয়ার কথা ভাবা হচ্ছে। আলেকজান্ডারের বক্তব্য অনুযায়ী, উভয় পক্ষের জন্য বিষয়টি একটি সমস্যা। এ ধরনের পদ্ধতিতে ডেফকনে উপস্থিত বিশেষজ্ঞদের সাহায্য করা উচিত বলে তিনি জানান।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বেসিসের নতুন প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান
শাওমি বাজারে নিয়ে এলো রেডমি প্যাড ২
বাংলাদেশের বাজারে অপো এ৫ এর নতুন ভ্যারিয়েন্ট
বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য ওয়ালটন প্লাজায় বিশেষ ছাড়
টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যশনাল এক্সপোতে আলিবাবা.কম
টেক্সটেক বাংলাদেশ ২০২৫ এক্সপোতে এক্সেনটেক
বর্ষপূর্তি উপলক্ষে রিভোর ‘মেগা ক্যাশব্যাক’ অফার
এসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষ ডেবিট কার্ড চালু করল ইসলামী ব্যাংক ও মাস্টারকার্ড
বাজারে গিগাবাইট এআই টপ ১০০ জেড৮৯০ পিসি
ময়মনসিংহ ও বান্দরবানে বিকাশের উদ্যোগে এমএফএস-এর অপব্যবহার রোধে সচেতনতা কর্মশালা