
মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষ ডেবিট কার্ড চালু করল ইসলামী ব্যাংক ও মাস্টারকার্ড
এসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষ ডেবিট কার্ড চালু করল ইসলামী ব্যাংক ও মাস্টারকার্ড
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিপিএলসি) ও মাস্টারকার্ড যৌথভাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য বিশেষ একটি নতুন এসএমই বিজনেস ডেবিট কার্ড চালু করেছে। এই কার্ডটি ইসলামী ব্যাংকের এসএমই গ্রাহকদের জন্য দেশে ও বিদেশে আরও সহজ লেনদেন, ডিজিটাল সুবিধা এবং কার্যকর আর্থিক ব্যবস্থাপনার সুযোগ করে দেবে।
ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক খাঁন এর সভাপতিত্বে বিশেষ এই কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ম্যানেজিং ডাইরেক্টর আনোয়ার হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা এবং ডিরেক্টর (পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট) মো. শরাফাত উল্লাহ খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।