বৃহস্পতিবার ● ১০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বৈশ্বিক টিভি বাজারে ১৯ বছর ধরে শীর্ষে স্যামসাং ইলেকট্রনিকস
বৈশ্বিক টিভি বাজারে ১৯ বছর ধরে শীর্ষে স্যামসাং ইলেকট্রনিকস
স্যামসাং ইলেকট্রনিকস টানা ১৯তম বছরের মত বৈশ্বিক টিভি বাজারে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে টিভির বাজারের ২৮.৩ শতাংশ ছিল দক্ষিণ কোরিয়া-ভিত্তিক এই প্রযুক্তি জায়ান্টের দখলে। ২০০৬ সাল থেকে বিশ্বব্যাপী টিভির বাজারে টানা শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে প্রতিষ্ঠানটি।
বৈশি^কভাবে প্রিমিয়াম টিভি সেগমেন্টে (আড়াই হাজার মার্কিন ডলারের অধিক মূল্যের) স্যামসাংয়ের বাজার হিস্যা ৪৯.৬ শতাংশ এবং আল্ট্রা-লার্জ ক্যাটাগরিতে (৭৫ ইঞ্চি ও তার অধিক) প্রতিষ্ঠানটির বাজার হিস্যা ২৮.৭ শতাংশ। স্যামসাং কিউএলইডি ও ওএলইডি সেগমেন্টেও তাদের নের্তৃস্থানীয় অবস্থান ধরে রেখেছে। কিউএলইডিতে তাদের বাজার হিস্যা ৪৬.৮ শতাংশ এবং ওএলইডিতে বাজার হিস্যা ২৭.৩ শতাংশ।
এ অর্জন বিষয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের কনজ্যুমার ইলেক্ট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ধারাবাহিকভাবে ১৯ বছর ধরে বৈশ্বিক টিভি বাজারে শীর্ষস্থান অর্জনের স্বীকৃতি অর্জন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এ অর্জন গ্রাহকদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন।





মিডল্যান্ড ব্যাংকে ইউনিসফটের ডিএলওএস সফটওয়্যার চালু
এফআইসিসিআই সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ পেল রবি
নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা প্রদানে ‘জিপি শিল্ড’ চালু করলো গ্রামীণফোন
অ্যাসোসিও অ্যাওয়ার্ড ২০২৫ পেল বাংলাদেশি দুটি প্রতিষ্ঠান
অটোমোটিভ সফটওয়্যার উন্নয়নে আইএসও ২৬২৬২ সনদ পেল ক্যাসপারস্কি
বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতে নিলো বিকাশ
১৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ই-ক্লাব ফ্যামিলি নাইট ২০২৫
ই-লার্নিং চালুর লক্ষ্যে বিএসসিএল ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মধ্যে চুক্তি
বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ খসড়া বিষয়ে অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত