
রবিবার ● ৪ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রাজধানীতে এআই অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে এআই অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫ অনুষ্ঠিত
গত ৩ মে রাজধানীর ড্যাফফোডিল টাওয়ারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী প্রযুক্তি ও উদ্ভাবনের আয়োজন এআই অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫।
আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। ড্যাফফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মোঃ সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথমআলোর ডিজিটাল ট্রান্সফরমেশন এবং ইয়ুথ প্রোগ্রামের ইভেন্টস অ্যান্ড অ্যাকটিভেশন চিফ কো-অর্ডিনেটর মোঃ মুনির হাসান, ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেন।
অনুষ্ঠানে আয়োজনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন অলিম্পিয়াডের কনভেনর ও ড্যাফফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দিপ্তি) এবং ড্যাফোডিল টেকনিক্যাল ইন্সটিটউটের নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ দাস। এর আগে সকালে অলিম্পিয়াডের উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শুধুমাত্র একটি প্রযুক্তি নয়, বরং জাতি গঠনের একটি হাতিয়ার। এই অলিম্পিয়াড তরুণ প্রজন্মকে সেই হাতিয়ার তৈরীর পথেই ধাবিত করব্।ে তিনি বলেন, আইসিটি ডিভিশন নিরলসভাবে এ প্রযুক্তির উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং আগামীদিনে এ ধরনের অলিম্পিয়াড আয়োজনে আইসিটি ডিভিশন সরাসরি সহযোগিতা করবে।
ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মোঃ সবুর খান বলেন, প্রযুক্তির সাথে প্রজন্মের একটি নিবিঢ় সম্পর্ক রয়েছে এবং আমাদের নতুন প্রজন্মের হাত ধর্ইে বাংলাদেশে প্রযুক্তির বিকাশ অব্যাহত থাকবে। তিনি নতুন প্রযুক্তি উদ্বাবনের মাধ্যমে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠার আহ্বান জানান। তিনি বলেন, এই অলিম্পিয়াডের মাধ্যমে আমরা কেবল একটি অনুষ্ঠান পরিচালনা করিনি, বরং একটি জাতীয় মঞ্চ তৈরি করেছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের তরুণরা নিজ নিজ দক্ষতা ও চিন্তাশক্তি প্রকাশ করতে পেরেছে।
অলিম্পিয়াডে সেরাদের সেরা দল নির্বাচিত হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দল। টারশিয়ারি বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিম উইসডোমিক, প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম টিসার এবং দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিম ওসমান।