
বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে আসছে ইনিফিনিক্স হট সিরিজের নতুন ফোন
বাজারে আসছে ইনিফিনিক্স হট সিরিজের নতুন ফোন
বাজারে আসতে যাচ্ছে ইনফিনিক্স হট ৬০ সিরিজ। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই সিরিজের নতুন মডেলটি হবে ৫.৯৫ মিমি পুরু- যা হট সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে স্লিম এবং বাজারের অন্যতম পাতলা স্মার্টফোন হিসেবেও বিবেচিত হতে পারে। পাতলা গড়নের হলেও এতে থাকছে ৫১৬০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যেখানে ব্যবহৃত হচ্ছে নন-সিলিকন-ভিত্তিক প্রযুক্তি। পাশাপাশি থাকছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
ধারণা করা হচ্ছে হট ৬০ সিরিজ আগের ধারাবাহিকতা বজায় রেখেই যুক্ত করছে কিছু নতুন প্রযুক্তি। এই নতুন সংযোজনগুলো ব্যবহারকারীদের অভিজ্ঞতায় কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।