
বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২৫ অনুষ্ঠিত
টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২৫ অনুষ্ঠিত
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক আয়োজিত টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দেশের টেলিযোগাযোগ ও ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবনী অগ্রযাত্রাকে তুলে ধরা এবং তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিটিআরসি প্রাঙ্গণে গত ২৩ জুলাই দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। প্রথমবারের মত অনুষ্ঠিত মেলায় দেশের বিভিন্ন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, উদ্ভাবক দল এবং বিশ্ববিদ্যালয়সহ ২০টি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী ধারণা, প্রযুক্তিনির্ভর সমাধান ও গবেষণালব্ধ ৩২টি আইডিয়া প্রদর্শন করেছেন।
ইলেক্ট্রোমায়োগ্রাফি (ইএমজি) সংকেত ব্যবহার করে শারীরিকভাবে অক্ষম ব্যক্তির বিচলন নিয়ন্ত্রণ করতে কৃত্রিম হাত উদ্ভাবনের মাধ্যমে মেলায় প্রথম স্থান অধিকার করেছে রোবোলাইফ টেকনোলজিস। রাস্তার পাশের বিদ্যমান বৈদ্যুতিক খুটিকে টেলিকম টাওয়ার হিসেবে ব্যবহার ও বাঁশের তৈরি পরিবেশবান্ধব টাওয়ার নির্মাণ করে দ্বিতীয় এবং দুর্যোগকালীন প্রত্যন্ত এলাকায় যখন বিদ্যুৎ বিভ্রাট হবে তখন স্বল্পতম সময়ে নেটওয়ার্ক সচল রাখার প্ল্যাটফর্ম উদ্ভাবন করে পঞ্চম পুরস্কার লাভ করেছে ইডটকো বাংলাদেশ লিমিটেড। উদ্যোক্তা উন্নয়ন ও প্রান্তিক পর্যায়ে মানুষদের প্রয়োজনীয় রিসোর্স, প্রশিক্ষণ, তহবিল ও বিনিয়োগকারীদের সাথে সংযোগ স্থাপনের প্ল্যাটফর্ম তৈরি করে তৃতীয় হয়েছে গ্রামীণফোনের জিপি এক্সেলেরেটর। এছাড়া, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের জন্য কয়েক ক্লিকে ই-কমার্স ওয়েবসাইট প্রস্তুত করে চতুর্থ হয়েছে ইবিতানস।
বিজয়ীদের প্রথম পুরস্কার হিসেবে ৩ লাখ, দ্বিতীয় পুরস্কার ১ লাখ ৫০ হাজার, তৃতীয় পুরস্কার ১ লাখ, চতুর্থ পুরস্কার ৭০ হাজার এবং পঞ্চম পুরস্কার ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, মানুষের দৈনন্দিন জীবনে যেসব সমস্যা উদ্ভূত হয় সেই আলোকে নতুন নতুন উদ্ভাবনী ধারণাকে বাণিজ্যিকীকরণ করা হলে দেশ ও জনগণ উপকৃত হবে। টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণকারীগণ উদ্ভাবনী আইডিয়া নিয়ে এগিয়ে আসলে আইসিটি বিভাগ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ সচিব জহিরুল ইসলাম (রুটিন দায়িত্ব¡), বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.), বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন, বিটিআরসির ভাইস-চেয়ারম্যান মোঃ আবু বকর ছিদ্দিক প্রমুখ।