সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ৩০, ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ২৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে ইনফিনিক্স হট ৬০ সিরিজ
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে ইনফিনিক্স হট ৬০ সিরিজ
৪২ বার পঠিত
মঙ্গলবার ● ২৯ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের বাজারে ইনফিনিক্স হট ৬০ সিরিজ

---প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স দেশের বাজারে নিয়ে এসেছে তাদের নতুন হট ৬০ সিরিজের স্মার্টফোন। ফলে এখন দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে হট ৬০ প্রো প্লাস, হট ৬০ প্রো, হট ৬০আই।

সিরিজটির সবচেয়ে আকর্ষণীয় মডেল হলো হট ৬০ প্রো প্লাস, যার পুরুত্ব ৫.৯৫ মিলিমিটার। এটি বিশ্বের সবচেয়ে পাতলা ৩ডি বাঁকানো পর্দার ফোন হিসেবে পরিচিত। এতে রয়েছে কার্ভড এজ অ্যামোলেড ডিসপ্লে, প্রায় বেজেল মুক্ত ভিজ্যুয়াল উপস্থাপনা।

অন্যদিকে হট ৬০ প্রো এর পুরুত্ব ৬.৬ মিলিমিটার এবং এটি ১৭০ গ্রাম ওজনে ফ্ল্যাট-এজ ডিজাইন নিয়ে এসেছে। উভয় ফোনেই ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই, যা স্ক্র্যাচ ও দুর্ঘটনাজনিত আঘাতের বিরুদ্ধে অধিক সুরক্ষা দেয়।

এই সিরিজে নতুন সংযোজন অ্যাডাপটিভ ওয়ান-ট্যাপ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার, যা ব্যবহারকারীর অভ্যাস বুঝে দ্রুত পছন্দের অ্যাপ বা অপশন দেখায়। ইনফিনিক্সের নিজস্ব এক্সওএস ১৫ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ প্রতিটি ফোনেই রয়েছে ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা।

চিপসেট হিসেবে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি২০০, যা গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিংয়ে দেবে স্মুথ অভিজ্ঞতা।

ক্যামেরার দিক থেকে, হট ৬০ প্রো প্লাসে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি সেন্সর যুক্ত পেছনের ক্যামেরা, যা কম আলোতেও পরিষ্কার ও রঙিন ছবি তুলতে সক্ষম। অন্যদিকে, হট ৬০ প্রো-তে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা থাকলেও সেটি সনি সেন্সর নয়। উভয় ফোনের সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, যা সেলফি বা ভিডিওকলের জন্য উপযুক্ত।

আবার হট ৬০ সিরিজের প্রতিটি মডেলে রয়েছে ইনফিনিক্সের ইন্টেলিজেন্ট ক্রস-অ্যাপ এআই অ্যাসিস্ট্যান্ট ‘ফোলাক্স’, যেটি নির্দিষ্ট এআই কী-র মাধ্যমে সহজে ব্যবহার করা যাবে। হট ৬০ প্রো ও প্রো প্লাস মডেলে রয়েছে এক্সক্লুসিভ এআই ভোগ পোর্ট্রেট ফিচার, যা ব্যবহারকারীর ছবিকে ডাইনামিক ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে লক স্ক্রিন ও অলওয়েজ-অন ডিসপ্লেতে ফুটিয়ে তোলে। এছাড়া, এআই ইমেজ এক্সটেন্ডার ও উন্নত এআই ইরেজার টুল ব্যবহারকারীদের সহজে এবং মানসম্পন্ন ছবি এডিট করার সুবিধা দেয়।

হট ৬০ সিরিজে যুক্ত হয়েছে এনএফসি টাচ ট্রান্সফার, যার মাধ্যমে ডিভাইসের মধ্যে দ্রুত ও ঝামেলাবিহীন ডেটা শেয়ারিং, কুইক পেয়ারিং এবং কনট্যাক্টলেস ব্যবহারে সুবিধা পাওয়া যাবে।

বাজারে হট ৬০ প্রো প্লাস এসেছে ছয়টি রঙে- স্লিক ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার, কোরাল টাইডস, মিস্টি ভায়োলেট, সোনিক ইয়েলো ও মকো সাইবার গ্রিন। অন্যদিকে হট ৬০ প্রো পাওয়া যাবে স্লিক ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার, কোরাল টাইডস, স্যাফায়ার ব্লু এবং অরেঞ্জ রোজ ভ্যালি রঙে।

হট ৬০ প্রো (৮+১২৮ জিবি) মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮,৯৯৯ টাকা। হট ৬০ প্রো প্লাস (৮+১২৮ জিবি) বিক্রি হচ্ছে ২১,৯৯৯ টাকায়, আর একই মডেলের (৮+২৫৬ জিবি) সংস্করণটি পাওয়া যাচ্ছে ২৩,৯৯৯ টাকায়। অন্যদিকে, হট ৬০ আই (৬+১২৮ জিবি) মডেলের মূল্য ১৩,৯৯৯ টাকা এবং হট ৬০ আই (৮+২৫৬ জিবি) মডেলের মূল্য ১৬,৪৯৯ টাকা।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ওষুধ, মেডিকেল টেস্ট, হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট
অপো রেনো ১৪ সিরিজ ৫জি-এর উদ্বোধন
দেশের বাজারে ইনফিনিক্স হট ৬০ সিরিজ
প্রতিকূল বাজার পরিস্থিতিতেও রবি’র স্থিতিশীল প্রবৃদ্ধি
কানেক্ট লাইভ টোকিও-তে ৮ বাংলাদেশি গুগল লোকাল গাইডসের অংশগ্রহন
সিগেট পার্টনার সামিট ২০২৫ অনুষ্ঠিত
বাংলাদেশের বাজারে আল্ট্রা-স্লিম ওয়্যারলেস চার্জিং ফোন টেকনো স্পার্ক ৪০ প্রো প্লাস
রবি ও বিআইআইডি ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ভিভো ওয়াই৪০০: নতুন আন্ডারওয়াটার ফটোগ্রাফির অভিজ্ঞতা
বাজারে আসছে ইনিফিনিক্স হট সিরিজের নতুন ফোন