
সোমবার ● ৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » চলছে ভিভো ওয়াই৪০০ স্মার্টফোনের প্রি-অর্ডার
চলছে ভিভো ওয়াই৪০০ স্মার্টফোনের প্রি-অর্ডার
ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৪০০ এর প্রি-অর্ডার চলছে। ৫ আগস্ট পর্যন্ত ভিভোর অফিসিয়াল ই-স্টোর অথবা অথোরাইজড শপ থেকে প্রি-অর্ডার করতে পারবেন ক্রেতারা।
নির্ধারিত সময়ের মধে প্রি-অর্ডার করলে থাকছে ২০ হাজার টাকার এক্সক্লুসিভ গিফট। যার মধ্যে পাওয়া যাবে মানা বে’র একটি টিকিট কুপন। ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে কুপনটি ব্যবহার করে একটি টিকিট কিনলেই পাওয়া যাবে আরেকটি টিকেট সাথে এন্ট্রি ও রাইডস একদম ফ্রি। আরও থাকছে ৬ মাসের ওয়াটার ড্যামেজ ইন্স্যুরেন্স। ই-ওয়ারেন্টি অ্যাকটিভ করলে ফোন কেনার ৬ মাসের মধ্যে পানিজনিত কোনো সমস্যায় একবার এই সুবিধা পাওয়া যাবে। এছাড়াও আছে কিছু লাইফটাইম অফার। যেমন, যেকোনো সময় ওয়াই৪০০ কিনলেই পাওয়া যাবে রিরো এস৮০ পাওয়ার ব্যাংক ও ১৮ জিবি বাংলালিংক ডেটা।
আইপি৬৮ ও আইপি৬৯ দুটি রেটিং থাকায় ডিভাইসটি শুধু ছিটেফোঁটা পানি বা ধুলোবালি থেকেই নয়, বরং ৩০ মিনিট পর্যন্ত ২ মিটার পানিতে ডুবে থাকতে পারে। এতে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের বোকে সেন্সরের সাথে আরও থাকছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে আছে ৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ সুবিধা।
ডাইনামিক গ্রিন ও পার্ল হোয়াইট কালারে স্মার্টফোনটি দুটি ভিন্ন ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ৮ জিবি র্যাম এবং অতিরিক্ত ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম অপশনের সাথে ১২৮ জিবি রমের ভ্যারিয়েন্টটির দাম ২৭,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি রমের ভ্যারিয়েন্টটির দাম ২৯,৯৯৯ টাকা।