
রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড ২০২৫ এ দুইটি ব্রোঞ্জ পদক জিতলো বাংলাদেশ
চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড ২০২৫ এ দুইটি ব্রোঞ্জ পদক জিতলো বাংলাদেশ
আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডের (আইওএআই)-এর ২য় আসরে ২টি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। চীনের বেইজিং শহরে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে বিশ্বের ৭৩টি দেশের ৮৬টি দল অংশগ্রহণ করে। অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক পেয়েছেন রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রিয়াসাত ইসলাম ও সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আরেফিন আনোয়ার। নটরডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিসবাহ উদ্দিন ইনান পেয়েছেন অনারেবল মেনশন। চার সদস্যের দলের অপর সদস্য নটরডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবরার শহীদ। গত ২ আগস্টে শুরু হয়ে ৫ ও ৬ আগস্ট দুই দিনব্যাপী অলিম্পিয়াডের প্রতিযোগিতা পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ দলের দল নেতা ও ঢাকা বিশ^বিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, অলিম্পিয়াড জগতে বাংলাদেশকে এখন সবাই চেনে, সমীহ করে। এবারের অলিম্পিয়াডে আমাদের সর্বকনিষ্ঠ সদস্যই সবচেয়ে ভালো করেছে। এতে বোঝা যায়, আমাদের শিক্ষার্থীরা ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আগ্রহী হয়ে উঠেছে।
বাংলাদেশ এআই অলিম্পিয়াডের অন্যতম পৃষ্ঠপোষক রিভ চ্যাটের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল হাসান প্রতিযোগীদের, তাঁদের মেন্টরসহ বাংলাদেশ এআই অলিম্পিয়াডের সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের কিশোরদের এই সফলতা আমাদের সবাইকেই উজ্জিবিত করেছে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) দেশে এই অলিম্পিয়াডের আয়োজক। ২০২৫ সালের আসরে পৃষ্ঠপোষকতা দিয়েছে বিইউবিটি, প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ চ্যাট, ব্রেইনস্টেশন ২৩, ইনটেলিজেন্ট মেশিনস ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট।