
সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রযুক্তির ছোঁয়ায় আধুনিক শিক্ষা ব্যবস্থা
প্রযুক্তির ছোঁয়ায় আধুনিক শিক্ষা ব্যবস্থা
দিন দিন শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার বাড়ছে। প্রযুক্তির ব্যবহার শিক্ষাকে আরও কার্যকর, উপভোগ্য ও সহজলভ্য করে তুলতে সাহায্য করছে। প্রযুক্তির সুবিধা নিয়ে দক্ষিণ এশিয়ায় যাত্রা শুরু করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রুসবারি স্কুল। স্কুলটিতে শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ হিসাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। এখানে ই-বুক, ভিডিও, অ্যানিমেশন, মাল্টিমিডিয়া উপকরণ ইত্যাদিতে ব্যবহার করা হয়েছে প্রযুক্তি হিসাবে।
শিক্ষকদের প্রশিক্ষণ ও উন্নয়নে এখানে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে শিক্ষকরা আধুনিক শিক্ষা পদ্ধতি ও কৌশল সম্পর্কে জানতে পারছে এবং তাদের পেশাগত দক্ষতা উন্নত হচ্ছে।
৪৭৩ বছরের পুরানো এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রথমবারের মত দক্ষিণ এশিয়ায় শাখা খুলেছে। ভারতের মধ্যপ্রদেশের ভুপালে ১৫০ একর জমিতে স্থাপন করা হয়েছে সম্পূর্ণ আবাসিক শাখা। বাংলাদেশের শিক্ষার্থীদেরও এই স্কুলে পড়ার সুযোগ থাকবে। স্কুলটিতে ক্যামব্রিজ কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা ষষ্ঠ গ্রেড থেকে শুরু করে এ লেভেল পর্যন্ত পড়ার সুযোগ পাবে।