
রবিবার ● ১৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ট্রাস্ট ব্যাংক ও বিকাশের মধ্যে চুক্তি
ট্রাস্ট ব্যাংক ও বিকাশের মধ্যে চুক্তি
ট্রাস্ট ব্যাংক ও বিকাশ যৌথভাবে আরো নতুন সেবা প্রদানের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় দ্রুততম সময়ের মধ্যে বিকাশ অ্যাপ থেকে ট্রাস্ট ব্যাংকে ডিপিএস খোলা, আরো সমৃদ্ধ ব্যাংক টু বিকাশ বা বিকাশ টু ব্যাংক ফান্ড ট্রান্সফার, বিকাশ অ্যাপ থেকে ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে সরাসরি ১০ লাখ মার্চেন্ট পয়েন্টে পেমেন্ট করে কেনাকাটার সুযোগ, এজেন্ট ও ডিস্ট্রিবিউটরদের ২৪/৭ স্বয়ংক্রিয় ক্যাশ ব্যবস্থাপনা সহ নানান সেবা চালু হতে যাচ্ছে।
ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এর উপস্থিতিতে সম্প্র্রতি রাজধানীর একটি হোটেলে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন ট্রাস্ট্র ব্যাংকের জেনারেল সার্ভিস এন্ড সিকিউরিটি ডিভিশনের হেড ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশীদ (অবঃ) এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী বলেন, ২৫ বছরেরও বেশি সময় ধরে আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যকে সামনে রেখে ব্যাংকিং সেবা প্রদান করে আসছে ট্রাস্ট ব্যাংক। বিকাশের সাথে ট্রাস্ট্র ব্যাংকের সম্পর্ক আস্থা ও সহযোগিতার। এই দুটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পার্টনারশিপের মাধ্যমে যৌথ সেবা দিয়ে আসছে, ভবিষ্যতে যা আরো বেশি গ্রাহক-কেন্দ্রিক, বিস্তৃত ও নিরবচ্ছিন্ন হবে।