
সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ওয়ান আই ল্যাপটপের সাথে স্বপ্ন ভাউচার ফ্রি
লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ওয়ান আই ল্যাপটপের সাথে স্বপ্ন ভাউচার ফ্রি
বর্তমান সময়ে অনলাইন ক্লাস, ভার্চুয়াল মিটিং, প্রজেক্ট সাবমিশন কিংবা সাধারণ মাল্টিটাস্কিং-এর জন্য একটি নির্ভরযোগ্য ল্যাপটপ প্রয়োজন- যেটি ব্যয়বহুল যেন না হয়, আবার মানের দিক থেকেও আপস না করে। এই বাস্তবতায় প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ৩৮,১০০ টাকার মধ্যে লেনোভো ব্রান্ডের আধুনিক কনফিগারেশনের দুটি নতুন ল্যাপটপ বাজারে এনেছে। মডেল দুটি হলো: লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ওয়ান আই (মডেল: 82V700L6IN এবং 82LX00FEIN)।
লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ওয়ান আই (মডেল: 82V700L6IN): ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ইন্টেল সেলেরন এন৪০২০ প্রসেসর, ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি এসএসডি সমৃদ্ধ ল্যাপটপটির দাম ৩৫,৫০০ টাকা।
লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ওয়ান আই (মডেল: 82LX00FEIN): ইন্টেল সেলেরন এন৪৫০০ প্রসেসর, ৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি এসএসডি যুক্ত ১৫.৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে সমৃদ্ধ ল্যাপটপটির দাম ৩৮,১০০ টাকা।
২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টির সহ ল্যাপটপগুলো পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউজে। এই দুটি মডেলের ল্যাপটপের সাথে পাচ্ছেন ৫০০ টাকার স্বপ্ন ভাউচার।