সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ২৯, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভিভো ভি সিরিজে জাইস টেলিফটো লেন্সের গুঞ্জন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভিভো ভি সিরিজে জাইস টেলিফটো লেন্সের গুঞ্জন
১১৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভিভো ভি সিরিজে জাইস টেলিফটো লেন্সের গুঞ্জন

---স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের বাজারে আনতে যাচ্ছে তাদের ভি সিরিজের নতুন চমক। আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও, অনুমান করা হচ্ছে- জাইস সুপার টেলিফটো ক্যামেরা হতে পারে এর একটি আকর্ষনীয় ফিচার। এতে ভিন্ন ফোকাল লেন্থ দিয়ে তৈরি করা যাবে নিজের সেরা ফ্রেম। ডিভাইসটি দিয়ে শুধু চোখে দেখাই নয়, অনুভব করার মতো মুহূর্তগুলো- যেমন মঞ্চে পারফর্মারের আবেগ, ভিড়ের উল্লাস, নবদম্পতির নিঃশব্দ দৃষ্টি কিংবা মানুষ আর প্রকৃতির মিশে যাওয়া শান্ত ছবি ক্যাপচার করা যাবে আরও নিখুঁতভাবে।

১৭৮ বছর ধরে অপটিক্যাল প্রযুক্তিতে নতুন নতুন উদ্ভাবনের জন্য কাজ করে যাচ্ছে জাইস প্রতিষ্ঠানটি। দূরের পাহাড়, ভিড়ের মাঝে মুখের অভিব্যক্তি বা জোছনা রাতে তারাভরা আকাশ, সবই স্পষ্টভাবে ফুটে ওঠে জাইস টেলিফটো লেন্সের মাধ্যমে। সিনেমা বা বিনোদন, বিজ্ঞান, গবেষণা, স্বাস্থ্যসেবা, বা ফটোগ্রাফি শিল্পের বিকাশ এমনকি মহাকাশের ছবি ধারণ সবক্ষেত্রেই জাইসের টেলিফটো লেন্স প্রযুক্তি মানুষের জীবনকে এগিয়ে নিয়ে চলেছে সময়ের সঙ্গে।

ফটোগ্রাফি ও সিনেমায় এই লেন্স বিষয়বস্তুকে কাছে এনে ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে দেয়। ফলে মোমেন্টগুলো হয় আরও ডিটেইল্ড, ক্লিয়ার ও আবেগপূর্ণ। বিজ্ঞান ও শিল্পক্ষেত্রে দূর থেকেও সূক্ষ্ম বিষয়গুলো স্পষ্টভাবে দেখায়। ছোট টেক্সচার বা প্যাটার্ন, যা খালি চোখে ধরা যায় না, সহজেই ধরা পড়ে জাইস অপটিক্সে। মহাকাশ বিজ্ঞানে জাইস-এর নাম ইতিহাসের সাথে জড়ানো- অ্যাপোলো মিশন থেকে জেমস ওয়েব টেলিস্কোপ পর্যন্ত তাদের টেলিফটো প্রযুক্তি কোটি কিলোমিটার দূরের রহস্যময় দৃশ্যও সামনে এনেছে।

চিকিৎসায় এই লেন্স মস্তিষ্ক, চোখ ও কানের সূক্ষ্ম অস্ত্রোপচারে এনেছে যুগান্তকারী পরিবর্তন। দূরের দৃশ্য স্পষ্ট করে চিকিৎসকদের সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এ লেন্সে তৈরি ভিডিও ব্যবহৃত হচ্ছে চিকিৎসা শিক্ষা ও রিমোট কনফারেন্সে, যেখানে প্রতিটি খুঁটিনাটি স্পষ্ট ধরা পড়ে। এন্ডোস্কোপ, প্যাথলজি ল্যাবের রোগ নির্ণয় থেকে ফরেন্সিক সায়েন্সে ক্ষুদ্র প্রমাণ বিশ্লেষণ পর্যন্ত এর ভূমিকা গুরুত্বপূর্ণ।

শুধু সিনেমা নয়, ক্রিকেট বা ফুটবলের মতো খেলার মাঠেও টেলিফটো লেন্স ব্যবহৃত হয় দূরের খেলোয়াড়ের পারফরম্যান্স স্পষ্টভাবে দেখানোর জন্য। আল্ট্রা জুম করে দূরের দৃশ্যকে কাছে আনাই নয়, সূক্ষ্ম ডিটেইলস, প্রাকৃতিক রঙ ও কনট্রাস্ট ধরে রেখে প্রত্যাশিত ফল দেয় টেলিফটো লেন্স।

গ্লোবাল লঞ্চের পর ধীরে ধীরে বাজার ব্যাপ্তির পরিকল্পনা রয়েছে ভি সিরিজে এই জাইস এর টেলিফটো প্রযুক্তির। বাংলাদেশে এখনো লঞ্চের তারিখ ঘোষণা না হলেও খুব শিগগিরই বাংলাদেশের ব্যবহারকারীরাও জাইস টেলিফটো ইমেজিংয়ের অভিজ্ঞতা পেতে পারেন বলে আশা করা হচ্ছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ই-কমার্স হতে পারে বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির ইঞ্জিন: প্রয়োজন সহায়ক নীতি
ইকোসিস্টেম মার্কেটপ্লেস অ্যাপ নিয়ে এলো কার্নিভাল ইন্টারনেট
বাজারে শাওমি’র নতুন স্মার্টফোন রেডমি ১৫সি
৭৫% সিএফও মনে করেন এআই এজেন্ট প্রতিষ্ঠানের আয় বাড়াবে: সেলসফোর্সের গবেষণা
সেরা তিন রাইডারকে ওমরাহ’য় পাঠাচ্ছে ফুডপ্যান্ডা
বিকাশ অ্যাপে কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
গিনেস রেকর্ডে নাম লেখালো ইনফিনিক্স হট ৬০ প্রো প্লাস
বাংলাদেশে টেকনো’র মেগাবুক কে১৫এস ল্যাপটপ
দেশের বাজারে অনার নিয়ে এলো ফোল্ডেবল স্মার্টফোন ‘ম্যাজিক ভি৫’
ফোর্বস এশিয়ার ১০০ টু ওয়াচ-এ পাঠাও