
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গিনেস রেকর্ডে নাম লেখালো ইনফিনিক্স হট ৬০ প্রো প্লাস
গিনেস রেকর্ডে নাম লেখালো ইনফিনিক্স হট ৬০ প্রো প্লাস
প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন হট ৬০ প্রো এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে পাতলা ৩ডি-কার্ভড ডিসপ্লের ফোন হিসেবে নাম লিখিয়েছে, যার পুরুত্ব ৫.৯৫ মিলিমিটার। রেকর্ড গড়া নকশার পাশাপাশি হট ৬০ প্রো প্লাস এসেছে শক্তিশালী বৈশিষ্ট্য নিয়ে। এর মূল শক্তি জি২০০ প্রসেসর, যা নিশ্চিত করে স্মুথ পারফরম্যান্স। ডিভাইসটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। পাতলা নকশা সত্ত্বেও এতে রয়েছে মজবুত কাঠামো, যা প্রতিদিনের ব্যবহারে শক্তি ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।