শনিবার ● ১ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » গ্রামে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করবে এটুআই
গ্রামে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করবে এটুআই
।। বদরুদ্দোজা মাহমুদ তুহিন।। শিক্ষিত তরুণদের তথ্যপ্রযুক্তি বিষয়ক দক্ষতা উন্নয়নের জন্য মফস্বল শহরগুলোতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই)। এ লক্ষ্যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন প্রকল্প সংশ্লিষ্ঠরা। এ কথা জানিয়েছেন প্রকল্পটির জাতীয় পরিচালক নজরুল ইসলাম খান। শুক্রবার রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত ‘ওয়েব ক্যারিয়ার’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিতা নুর।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এডুরেটো’র আয়োজনে এবং জুমশেপার, ডেভসটিম, তাসাউর এবং ওকেডুইট-এর পৃষ্টপোষকতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে ওয়েব প্রযুক্তি, ওয়েবে ক্যারিয়ার এবং এর ভবিষ্যত নিয়ে আলোচনা করেন দেশের স্বনামধন্য ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার এবং প্রযুক্তি ব্যাক্তিত্বরা। ৩০০ শতাধিক দর্শনার্থী সেমিনারটিতে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানের আয়োজক বিশ্বের সর্বকনিষ্ঠ জেন্ড সার্টিফাইড প্রোগ্রামার শেহজাদ নূর তাউস জানান, আমাদের অনুষ্ঠানটি আয়োজনের উদ্দেশ্য ওয়েব প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা, এ ক্ষেত্রে যে বিশাল ক্যারিয়ারের সুযোগ রয়েছে সে সংক্রান্ত বিষয়াদি জানানো। আমরা মনে করি আমাদের উদ্দেশ্য সফল হয়েছে।
অনুষ্ঠানের অন্যতম আলোচক ডেভসটিম লিমিটেডের প্রধান কারিগরি কর্মকর্তা ইউনুস হোসেন জানান, আমাদের দেশের শিক্ষার্থীরা ওয়েব ক্যারিয়ার নিয়ে এখনও তেমন সচেতন নয়, আন্তর্জাতিক বাজারে এর যে বিশাল চাহিদা রয়েছে সে চাহিদা পূরণে আমরা খুব ভালো ভ’মিকা রাখতে পারি। ওয়েব প্রোগ্রামিং এবং সিএমএস ডেভেলপ করেও বাংলাদেশ থেকে বিপুল সম্ভাবনাময় ক্যারিয়ার গড়া সম্ভব।
অনুষ্ঠানে আলোচনা করেন সুহৃদ সরকার, তারেকুল ইসলাম, ইউনুস হোসেন, সাঈদুর রহমান, কাউশার আহমেদ, শাহী মির্জা, আসাদুজ্জামান আরিফ, নুরুল ফেরদৌস, নাহিদুল কিবরিয়া এবং ইরফান রিজভী প্রমুখ।





করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিপিও শিল্প খাত
করোনার ঝুঁকি নিয়ে সকল প্রকার ওয়াটার ফিল্টার পাইকারি ও খুচরা মুল্যে ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি- আজিজুল ইসলাম
বাংলাদেশে দ্রুত বিকাশ লাভ করছে ডিজিটাল অর্থনীতি, সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য।
আইওটি, বিগডাটা, রোবটিক প্রযুক্তির মহাসড়ক হচ্ছে ফাইভ-জি: মোস্তাফা জব্বার
৭৭২ দুর্গম ইউনিয়নে যাচ্ছে দ্রুত গতির ইন্টারনেট
৩০ নভেম্বরের পর অবৈধ অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা: মুরাদ হাসান
সেনাবাহিনীতে তথ্য প্রযুক্তির সুবিধা যথাযথভাবে কাজে লাগান: রাষ্ট্রপতি
অ্যাপিকটা পুরস্কার পেল জেনেক্স ইনফোসিস ও এটুআই
চার বছরে ডিজিটাল অর্থনীতির উন্নয়নে শীর্ষ চারে বাংলাদেশ
৫০টি গ্রামকে ‘ডিজিটাল ভিলেজ’ হিসেবে গড়ে তুলবে সরকার