
মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিকের ১৪টি দেশে চালু হবে এইচবিও ম্যাক্স
বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিকের ১৪টি দেশে চালু হবে এইচবিও ম্যাক্স
বাংলাদেশ, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, ম্যাকাও, মঙ্গোলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৪টি দেশে নিজেদের স্ট্রিমিং সেবা এইচবিও ম্যাক্স চালুর ঘোষণা দিয়েছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। আগামী ১৫ অক্টোবর থেকে এসব দেশের দর্শকরা উপভোগ করবেন এইচবিও ম্যাক্সের স্ট্রিমিং সেবা।
এইচবিও ম্যাক্সে রয়েছে এইচবিও’র কনটেন্ট, হ্যারি পটার, ডিসি ইউনিভার্স, কার্টুন নেটওয়ার্ক, ম্যাক্স অরিজিনালস ও হলিউডের জনপ্রিয় সব সিনেমা। সাথে আরও থাকছে ডিসকভারি, টিএলসি, এএফএন, ফুড নেটওয়ার্ক, আইডি এবং এইচজিটিভি’র নির্বাচিত কনটেন্ট, সব এক প্ল্যাটফর্মে।
এইচবিও ম্যাক্সের গ্রাহকরা এক সাবস্ক্রিপশনে সর্বোচ্চ পাঁচটি ভিন্ন প্রোফাইল তৈরি করতে পারবেন, যেখানে তারা তাদের প্রিয় চরিত্রকে প্রোফাইল অ্যাভাটার হিসেবে ব্যবহার করতে পারবেন এবং দেখার অভ্যাসের ওপর ভিত্তি করে পাবেন কনটেন্ট সাজেশন। তারা পছন্দের কনটেন্ট সেভ করতে পারবেন এবং “কন্টিনিউ ওয়াচিং” ফিচার থাকার ফলে যেখানে কনটেন্ট দেখায় বিরতি নিবেন, সেখান থেকেই পরবর্তীতে দেখা শুরু করতে পারবেন। অফলাইনে দেখার জন্য কনটেন্ট ডাউনলোডও করা যাবে। এছাড়াও, প্ল্যাটফর্মটিতে বয়স-উপযোগী কনটেন্ট ও প্যারেন্টাল কন্ট্রোল সহ শিশুদের জন্য তৈরি করা যাবে বিশেষ প্রোফাইল।
এ বিষয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির গ্লোবাল স্ট্রিমিং ও গেমসের প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট জেবি পেরেট বলেন,
এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও ইউরোপে সফলভাবে সেবা উন্মোচনের ধারাবাহিকতায় এইচবিও ম্যাক্স বিশ^জুড়ে আরও বেশি গ্রাহকদের জন্য বিনোদন অভিজ্ঞতা নিশ্চিতে বৈশ্বিকভাবে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করে যাচ্ছে। বছরের শেষ নাগাদ একশ’টিরও বেশি দেশে এইচবিও ম্যাক্সের স্ট্রিমিং সেবা উপভোগ করা যাবে এবং ২০২৬ সালে জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যেও সেবা উন্মোচন করা হবে।