
রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » পুরনো যেকোনো স্মার্টফোনের বদলে পাওয়া যাবে নতুন অনার ডিভাইস
পুরনো যেকোনো স্মার্টফোনের বদলে পাওয়া যাবে নতুন অনার ডিভাইস
প্রযুক্তি ব্র্যান্ড অনার সম্প্রতি বাংলাদেশে একটি ডিভাইস এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করেছে। এর মাধ্যমে যেকোনো ব্র্যান্ডের স্মার্টফোন বদলে নেওয়া যাবে একটি নতুন অনার ডিভাইস। ফোনের বাজারদর বা মডেল যাই হোক না কেন এই এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় যেকোনো ব্র্যান্ডের এবং যেকোনো মডেলের স্মার্টফোন ব্যবহারকারী তার ব্যবহৃত ফোনটি পরিবর্তন করে নিতে পারবেন একটি নতুন অনার স্মার্টফোন।
গ্রাহকদের জন্য ন্যায্য মূল্য এবং সহজ এক্সচেঞ্জ প্রক্রিয়া নিশ্চিত করতে একটি শীর্ষস্থানীয় ডিভাইস মূল্যায়ন এবং আপগ্রেড সমাধানদাতা প্রতিষ্ঠান ‘ফ্লিপার’ এর সঙ্গে অনার অংশীদারিত্ব করেছে।
ফ্লিপার এর মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে অনার এর ব্র্যান্ড স্টোরের কর্মীরা পুরাতন ফোনের বর্তমান বাজারমূল্য মূল্যায়ন করবেন। তাদের এই মূল্যায়ন অনুযায়ী নির্ধারিত মূল্য নতুন অনার ডিভাইসের মূল মূল্য থেকে বিয়োগ করা হবে। এতে করে গ্রাহকরা আরও সাশ্রয়ী মূল্যে তাদের পছন্দমত অনার স্মার্টফোন কিনতে পারবেন।
অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এ বিষয়ে বলেন, স্মার্টফোন বদলানোর পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে অর্থনৈতিক সামর্থ্য। আর আমাদের এই এক্সচেঞ্জ অফার গ্রাহকদের পছন্দের অনার ডিভাইস কেনার ক্ষেত্রে সেই বাধা দূর করবে। গ্রাহকদের আরও বেশি সুবিধা দেওয়ার লক্ষ্যে আমরা যেকোনো ব্র্যান্ডের স্মার্টফোন গ্রহণ করছি। গ্রাহকের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়াই আমাদের মূল লক্ষ্য।
এই এক্সচেঞ্জ অফারটি বর্তমানে বাংলাদেশের বাজারে থাকা সকল অনার স্মার্টফোনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এছাড়াও, নতুন অনার স্মার্টফোন কেনার সময় কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধাও থাকছে, যাতে বিভিন্ন আয়ের গ্রাহকরা তাদের সুবিধা অনুযায়ী ফোন ক্রয় করতে পারেন।