
রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশে শাওমির রেডমি ১৫ উন্মোচন
দেশে শাওমির রেডমি ১৫ উন্মোচন
প্রযুক্তি ব্র্যান্ড শাওমি দেশে নিয়ে এলো ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন শাওমি রেডমি ১৫। ‘এন্ডলেস ব্যাটারি, স্ন্যাপড্রাগন পাওয়ার’ ট্যাগলাইনের এ স্মার্টফোনটিতে রয়েছে ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম স্ন্যাপড্রাগন প্রসেসর।
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৯ ইঞ্চি সাইজের ফুল এইচডি ডিসপ্লে, সাথে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট। এর ক্যামেরা অপশনে রয়েছে এআই ক্রাফটেড ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা ও মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। গ্রাহকের প্রাইভেসির কথা চিন্তা করে ডিভাইসটিতে দেওয়া হয়েছে এআই ফেস লক ও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা। ডিভাইসটিতে রয়েছে আইপি ৬৪ রেটিং, যা স্মার্টফোনটিকে পানির ছিঁটেফোটা ও ধুলাবালি থেকে দেবে বাড়তি সুরক্ষা।
কোয়াড কার্ভড ডিজাইনের হওয়ায় ডিভাইসটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি দারুণ হ্যান্ডি। স্যান্ডি পার্পল, টাইটান গ্রে ও মিডনাইট ব্ল্যাক- এ ৩টি কালারে দুটি ভ্যারিয়েন্টে দেশের সকল শাওমির অফিশিয়াল স্টোরে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।
১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র্যামের এ স্মার্টফোনটির মূল্য যথাক্রমে ১৭,৯৯৯ টাকা ও ২০,৯৯৯ টাকা।