সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এ বছর সুপারব্র্যান্ডস বাংলাদেশ সম্মাননা পেল দেশের ৪৯টি শীর্ষ ব্র্যান্ড
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এ বছর সুপারব্র্যান্ডস বাংলাদেশ সম্মাননা পেল দেশের ৪৯টি শীর্ষ ব্র্যান্ড
৭০ বার পঠিত
সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এ বছর সুপারব্র্যান্ডস বাংলাদেশ সম্মাননা পেল দেশের ৪৯টি শীর্ষ ব্র্যান্ড

---দেশের ৪৯টি শীর্ষস্থানীয় ও আস্থাভাজন ব্র্যান্ডকে সুপারব্র্যান্ডসের সম্মাননা দেওয়া হয়েছে। গত ২০ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ এর গালা আয়োজনে এই সম্মাননা দেওয়া হয়েছে।

সুপারব্র্যান্ডস বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত এই দ্বিবার্ষিক আয়োজনে দেশের করপোরেট অঙ্গনের শীর্ষ নির্বাহী, ব্যবসায়িক প্রতিনিধি ও শিল্পপতিদের উপস্থিতিতে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ এই সম্মাননা দেওয়া হয়। এ সময় সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ শীর্ষক প্রকাশনার প্রচ্ছদ উন্মোচন করা হয়।

গালা অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনস কোম্পানি বাংলাদেশ (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ নির্বাচন প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশে সুপারব্র্যান্ডস নির্বাচন আন্তর্জাতিকভাবে প্রচলিত কঠোর মানদন্ড মেনে করা হয়েছে। একাধিক ধাপে মূল্যায়নের মাধ্যমে কেবল সেসব ব্র্যান্ডকেই নির্বাচন করা হয়েছে, যারা ধারাবাহিকতা, বিশ্বাসযোগ্যতা ও প্রাসঙ্গিকতায় নিজেদের আলাদা প্রমাণ করতে পেরেছে।’

স্বাগত বক্তব্যে সুপারব্র্যান্ডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, আজকের এ আয়োজনে আমরা সেসব ব্র্যান্ডকে সম্মান জানাচ্ছি, যারা কেবল মানুষের আস্থা অর্জন করেনি; বরং শিল্পক্ষেত্রে নতুন মানদন্ড স্থাপন করেছে।

যেসব প্রতিষ্ঠান পুরস্কার পেল: যে ৪৯টি প্রতিষ্ঠান এবার সুপারব্র্যান্ডসের স্বীকৃতি পেয়েছে, সগুলো হলো এসিআই নিউট্রিলাইফ, এসিআই পিওর সল্ট, আকিজ সিরামিকস, একেএস, বসুন্ধরা ডায়াপ্যান্ট, বসুন্ধরা এলপি গ্যাস, বসুন্ধরা পেপার, বসুন্ধরা টিস্যু, বার্জার পেইন্টস, বিআরবি কেব্লস, চ্যানেল আই, কাউ ব্র্যান্ড কালার কোটেড স্টিল, ইস্টার্ন ব্যাংক, এনার্জিপ্যাক, ইপিলিয়ন গ্রুপ, ফ্র্রেশ সুগার, গ্রি এয়ারকন্ডিশনার, গাজী পাম্পস, গ্রিন ডেলটা ইনস্যুরেন্স, হাতিল ফার্নিচার, ইগলু আইসক্রিম, যমুনা ফ্যান, যমুনা টিভি, মার্কস ফুলক্রিম, মাস্টারকার্ড, ম্যাটাডোর স্টেশনারি, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নাসির গ্লাস, নর্থ সাউথ ইউনিভার্সিটি, পান্না ব্যাটারি, পাঠাও, প্রাণ–আরএফএল গ্রুপ, রূপচাঁদা, স্যামসাং মোবাইল, স্যামসাং টেলিভিশন, সিলন টি, শাহ সিমেন্ট, শান্তা হোল্ডিংস, শেয়ারট্রিপ, স্বপ্ন, এসএমসি কনডমস, এসএমসি প্লাস ইলেকট্রোলাইট ড্রিংকস, স্টেলা, সুপারবোর্ড, সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার, টিম গ্রুপ, দ্য ডেইলি স্টার, টার্কিশ এয়ারলাইনস ও ওয়ালটন।

উল্লেখ্য, সুপারব্র্যান্ডস ১৯৯৪ সালে যুক্তরাজ্যে যাত্রা শুরু করে। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় স্বাধীন ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান। একটি ব্র্যান্ড তখনই সুপারব্র্যান্ড হওয়ার যোগ্যতা অর্জন করে, যখন ব্র্যান্ডটি বিশেষ খাতে সর্বোচ্চ সুনাম অর্জন করে এবং ভোক্তাদের মধ্যে তার প্রতি আলাদা আস্থা তৈরি হয়।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
স্টারলিংকের অনুমোদিত রিসেলার হলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
বাক্কো ও অ্যাসেট প্রকল্পের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
পূজা উপলক্ষ্যে কেনাকাটায় নগদের ক্যাশব্যাক
এয়ারটেল গেমিং এরেনা’র যাত্রা শুরু ও পাবজি মোবাইল এর সাথে অংশীদারিত্বের ঘোষণা
বাংলাদেশের বাজারে আসুস আরওজি, টাফ এবং নতুন ভি সিরিজের গেমিং ল্যাপটপ
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের আঞ্চলিক ওপেন চ্যাম্পিয়নশিপে পুরস্কার পেল বাংলাদেশ দল
এ বছর সুপারব্র্যান্ডস বাংলাদেশ সম্মাননা পেল দেশের ৪৯টি শীর্ষ ব্র্যান্ড
‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
দেশে শাওমির রেডমি ১৫ উন্মোচন
সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত