
সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট ২০২৫ অনুষ্ঠিত
বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট ২০২৫ অনুষ্ঠিত
বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন) এর আয়োজনে সম্প্রতি ঢাকার বনানী ক্লাবে অনুষ্ঠিত হয়েছে দেশের শীর্ষ আইটি পেশাজীবীদের সম্মেলন ‘বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট ২০২৫’।
দিনব্যাপী এই আয়োজনে ছিল প্যানেল আলোচনা, যেখানে অংশগ্রহন করেন দেশের শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, সফল উদ্যোক্তা ও আইটি বিশেষজ্ঞগণ। আলোচনায় উঠে আসে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, সাইবার নিরাপত্তা, দক্ষ জনবল তৈরি, গবেষণা ও উদ্ভাবনের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকনির্দেশনা।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিআইটিপিএন এর প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট, যারা দেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে প্রয়োজন একাডেমিয়া, ইন্ডাস্ট্রি ও সরকারের ঘনিষ্ঠ সহযোগিতা, যাতে স্থানীয় উদ্ভাবনকে বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতামূলক করা যায়। তারা উল্লেখ করেন, এই ধরনের সম্মেলন তরুণ প্রজন্মের আইটি পেশাজীবীদের উৎসাহিত করবে।