
মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অনারের আলফা ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন
অনারের আলফা ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন
শেনজেন বে মিক্সসি-তে আলফা গ্লোবাল ফ্ল্যাগশিপ স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। নতুন এ স্টোরটিকে ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ হিসেবে গড়ে তোলা হয়েছে, যেখানে অত্যাধুনিক প্রযুক্তি, সৃজনশীলতা ও সংস্কৃৃতির সমন্বয়কে প্রাধান্য দেয়া হয়েছে।
২০২৫ সালের এমডব্লিউসি বার্সেলোনাতে একটি স্মার্টফোন ব্র্র্যান্ড থেকে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডিভাইস ইকোসিস্টেমে রূপান্তরের রূপরেখা তুলে ধরে অনার। তার ধারাবাহিকতায়, শেনজেন বে মিক্সসি-তে ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করা হয়।
স্টোরটির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইয়োইয়ো জোন। এটি অনারের এআই অ্যাসিস্ট্যান্টকে ঘিরে চারটি মূল থিমে সাজানো হয়েছে; এআই লাইফস্টাইল, এআই অ্যাসিস্ট্যান্ট, এআই কনটেন্ট ক্রিয়েশন ও এআই কম্প্যানিয়নশিপ। স্টোরটির আরেকটি উল্লেখযোগ্য আকর্ষণ হল এআই ইন্সপিরেশন ক্যাফে। এখানে প্রযুক্তিবিদ, সৃজনশীল ব্যক্তি ও দর্শনার্থীরা কফির কাপে চুমুকের সাথে মতবিনিময় করতে পারবেন।
দর্শনার্থীরা এ স্টোরে এসে অনারের সর্বশেষ উদ্ভাবন সম্পর্কে জানতে ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।