সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১৯, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ২৪ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » সিলিকন ভ্যালিতে অ্যামাজনের গবেষণাগার ল্যাব
প্রথম পাতা » আইসিটি আপডেট » সিলিকন ভ্যালিতে অ্যামাজনের গবেষণাগার ল্যাব
৪৬৪ বার পঠিত
সোমবার ● ২৪ সেপ্টেম্বর ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলিকন ভ্যালিতে অ্যামাজনের গবেষণাগার ল্যাব

সিলিকন ভ্যালিতে অ্যামাজনের গবেষণাগার ল্যাব

অনলাইন শপিং প্রতিষ্ঠান অ্যামাজনের গবেষণাগার ল্যাব ১২৬-এর জন্য সিলিকন ভ্যালিতে ৫ লাখ বর্গফুটের একটি জায়গা ভাড়া নেয়া হয়েছে। অকল্যান্ড ট্রিবিউনের তথ্য অনুযায়ী, এখানে একসঙ্গে আড়াই হাজার কর্মী কাজ করতে পারবেন। খবর রয়টার্সের।
ল্যাব ১২৬-এ অ্যামাজনের জনপ্রিয় কিন্ডল ই-রিডারের নকশা করা হয়। এ ছাড়া বিভাগটি অ্যামাজন কিন্ডল ফায়ার ট্যাবলেট কম্পিউটার নিয়ে কাজ করছে। ক্যালিফোর্নিয়ার সানিভেইলে অবস্থিত মোফেট টাওয়ারে ৫ লাখ বর্গফুটের বেশি জায়গা নিয়ে গড়ে তোলা হবে ল্যাব ১২৬-এর নতুন অফিস। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, ল্যাব ১২৬-এর আকার বাড়তে থাকবে এবং বে-এরিয়ায় প্রতিষ্ঠানটি সম্প্রসারণ অব্যাহত রাখার পরিকল্পনা করছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের মতো বড় কোম্পানি হিসেবে গড়ে উঠতে চায় অ্যামাজন। নতুন এ গবেষণাগার তারই অংশ।
প্রতিষ্ঠানের স্বার্থেই নতুন জায়গা নেয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যামাজনের মুখপাত্র। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ‘কর্মীসংখ্যা বাড়ায় আমাদের অবশ্যম্ভাবীভাবে আরও বড় জায়গার প্রয়োজন ছিল। এ ক্ষেত্রে ক্যালিফোর্নিয়ার সানিভেইলকে আমাদের উপযুক্ত মনে হয়েছে।’
সানিভেইল শহরের অর্থনৈতিক উন্নয়ন ব্যবস্থাপক কনি ভারসেলেসের বক্তব্য অনুযায়ী, অ্যামাজন মোফেট টাওয়ারে অবস্থিত অফিসের ইন্টেরিয়র ডেভেলপ অনুমোদনের জন্য আবেদন করেছে। সানিভেইলের জন্য এটি দারুণ ব্যাপার বলে তিনি মন্তব্য করেন।
অ্যামাজন ল্যাব ১২৬-এর নতুন অফিসের কাছেই ইয়াহু ইনকরপোরেটেডের করপোরেট কার্যালয়। এ ছাড়া মাইক্রোসফট, হিউলেট প্যাকার্ড, নেটঅ্যাপ ও জুনিপার নেটওয়ার্কসের অফিসও ইয়াহুর কাছেই। কুপারটিনোভিত্তিক অ্যাপলও সানিভেইলে তাদের শাখা চালু করেছে বলে ভারসেলেসের কাছ থেকে জানা গেছে।
ল্যাব ১২৬-এর প্রধান হিসেবে গ্রেগ জেহর নিয়োজিত আছেন। একসময় তিনি অ্যাপল ও পামের হার্ডওয়্যার ডেভেলপার ছিলেন। তবে কুপারটিনো থেকে সানিভেইলে একেবারেই ল্যাব ১২৬ চলে আসবে কি না বা অতিরিক্ত জায়গা বাড়ছে কি না, সে সম্পর্কে কিছু জানা যায়নি। -sbb



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ইমো ও জাগো ফাউন্ডেশনের মধ্যে চুক্তি
শীঘ্রই বাজারে আসছে টেকনো ক্যামন ৩০ সিরিজের ফোন
বাংলাদেশের বাজারে আসছে অনার ম্যাজিক ৬ প্রো
হজযাত্রীদের হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ১০০ টাকা পর্যন্ত সাশ্রয়
এআই দিয়ে তৈরি কনটেন্ট আলাদা করবে টিকটক
ফ্রন্টেক লিমিটেড এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত
বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
মিরপুর ও এলিফ্যান্ট রোডে ৯৭৭টি অবৈধ স্মার্ট টিভি বক্স ও সেট টপবক্স জব্দ
সেমিকন্ডাক্টর শিল্পের জন্য বাজেটে ৫’শ মিলিয়ন ডলার বরাদ্দ রাখার প্রস্তাব পলকের
শেষ হল যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৪