সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৬, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১৭ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিক্রয়.কম বাংলাদেশের সর্বাধিক ব্যবহৃত ক্লাসিফাইড অ্যাড পেয়েছে
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিক্রয়.কম বাংলাদেশের সর্বাধিক ব্যবহৃত ক্লাসিফাইড অ্যাড পেয়েছে
৯১৯ বার পঠিত
সোমবার ● ১৭ ডিসেম্বর ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিক্রয়.কম বাংলাদেশের সর্বাধিক ব্যবহৃত ক্লাসিফাইড অ্যাড পেয়েছে

বিক্রয়.কম বাংলাদেশের সর্বাধিক ব্যবহৃত ক্লাসিফাইড অ্যাড পেয়েছেবিক্রয় ডটকম গত ছয় মাসে এক লাখেরও বেশি অ্যাড পেয়েছে। এরই মধ্যে সাইটটি বাংলাদেশের সর্বাধিক ব্যবহৃত ক্লাসিফাইড অ্যাডভারটাইজমেন্টে মর্যাদা পেয়েছে। ভিজিটের হিসাবে অ্যালেক্সার জরিপ অনুযায়ী বিক্রয় ডটকম এখন বাংলাদেশ থেকে ব্যবহৃত প্রথম ১০টি স্থানীয় সাইটের একটি। আর বিশ্বব্যাপী সাইটগুলোর মধ্যে ২৮তম। সূত্র এ তথ্য দিয়েছে।প্রসঙ্গত, ছয় মাস আগে বিক্রয় ডটকমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনলাইনে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে এ সাইট মাঠে নামে। এ সাইটটি দেশের প্রায় ৮০ লাখ ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সহজ ও নিরাপদ ক্রয়-বিক্রয় নিশ্চিত করছে।

বিক্রয় ডটকম এ মুহূর্তে সেকেন্ড হ্যান্ড পণ্য ক্রয়-বিক্রয়ে সহায়ক ভূমিকা রাখছে। এখানে বিজ্ঞাপন দিতে কোনো খরচ হয় না। ইন্টারনেট ব্যবহারে আগ্রহীরা এ সাইটটির সুবিধা উপভোগ করতে পারবেন। ইন্টারনেটে অ্যাডভারটাইজমেন্টের মধ্যে বিনামূল্যে প্রদত্ত ক্লাসিফাইড অ্যাডের প্রায়োগিক ব্যবহার বেশ গুরুত্বপূর্ণ। এখানে উদ্যোক্তারাও বিনামূল্যে তাদের ব্যবসা প্রচারের সুযোগ পাবেন।

রাকিব জাহান একজন ব্যস্ত ব্যাংকার। তার পক্ষে বন্ধুদের মাধ্যমে নিজের মোবাইল ফোনটি বিক্রি করা বেশ কঠিন ব্যাপার ছিল। রাকিব জানান, আমি আমার এইচটিসি ফোনটি বিক্রয় ডটকমের মাধ্যমে বিক্রি করেছি। ফোনটির জন্য সঠিক গ্রাহক খুঁজে পেতে মাত্র দুদিন সময় লেগেছে।

অন্য সব ব্যবহারকারীদের মতেও বিক্রয় ডটকমের মাধ্যমে সবচেয়ে দ্রুত, সবচেয়ে ভালো অফার পাওয়া যায়। প্রতিটি বিজ্ঞাপন ওয়েবসাইটে ৯০ দিনের জন্য থাকবে। যেহেতেু সাইটটি পুরো বাংলাদেশজুড়ে ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে ক্রেতারা নিজ শহর বা অঞ্চল থেকে কেনাকাটা করতে পারবেন। এ মুহূর্তে সাইটটির মাধ্যমে সবচেয়ে বেশি এবং দ্রুত বিক্রি হচ্ছে মোবাইল ফোন।

বিক্রয় ডটকমের সিইও নিলস হামার বলেন, বিক্রয় ডটকম ব্যবহারে সহজ এবং দ্রুত। যেকোনো কিছু ক্রয় বা বিক্রয়ের জন্য এটি একটি মুক্ত বাজার। এখানে এসএমই উদ্যোক্তারাও তাদের প্রচার করতে পারবেন। এ সাইটের কারণে বাংলাদেশে আরও অনেক মানুষের কাছে ইন্টারনেটের ব্যবহার পৌঁছে যেতে পারে। এটি বাংলাদেশের সার্বিক উন্নয়নেও ভূমিকা রাখবে। এদেশে বিক্রয় ডটকমের কার্যক্রম শুরু করার পেছনে প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন।



আর্কাইভ

বাংলালিংক, বার্জার ও এশিয়াটিক এর আয়োজনে বিশ্বের দীর্ঘতম আলপনা
সোনার দোকানের কর্মী দেবাশিষের দল জিতল নগদের জমি
বিওয়াইডি’র ৭০ লাখ নিউ এনার্জি ভেহিকল উৎপাদন
রবির ডেটা স্পিড এবং ভয়েস কোয়ালিটি বৃদ্ধি
স্মার্টফোনের সাথে বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক
রাইডার পার্টনারদের জন্য ফুডপ্যান্ডার ইফতার
ঈদযাত্রায় ঘরমুখো মানুষের পাশে বাংলালিংক
রিয়েলমি সি৬৭ স্মার্টফোন কিনে ১ লাখ টাকা জিতলেন গ্রাহক
রমজান মাসে টিকটক কনটেন্ট ক্রিয়েটরদের ব্যাতিক্রমি আয়োজন
ব্যাঙ্গালোর এআই সামিটে রিভ চ্যাট