সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০১১
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অধ্যাপক কাজী জাকের হোসেন স্মরণসভায় বক্তারা- তার স্থান পূরণ হওয়ার নয়
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অধ্যাপক কাজী জাকের হোসেন স্মরণসভায় বক্তারা- তার স্থান পূরণ হওয়ার নয়
৭৪২ বার পঠিত
মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০১১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অধ্যাপক কাজী জাকের হোসেন স্মরণসভায় বক্তারা- তার স্থান পূরণ হওয়ার নয়

অধ্যাপক কাজী জাকের হোসেন স্মরণসভায় বক্তারা- তার স্থান পূরণ হওয়ার নয়
এ বছরের ২১ জুন চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান দেশের প্রখ্যাত প্রাণিবিজ্ঞানী, বিশিষ্ট পাখি গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এমিরিটাস অধ্যাপক কাজী মো. জাকের হোসেন। গত ১৫ অক্টোবর বিকেল ৪টায় ঢাকার পলাশীতে অবস্থিত ফ্রেপড মিলনায়তনে গুণী এই মানুষটির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় অধ্যাপক কাজী মো. জাকের হোসেনকে নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করা হয়। আলোচনা অনুষ্ঠানে বক্তা হিসেবে ছিলেন নিসর্গবিদ দ্বিজেন শর্মা, অধ্যাপক নুরজাহান সরকার, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক আকতারুন্নেসা চৌধুরী।
এছাড়াও স্মৃতিচারণ করেন সাংবাদিক ফরহাদ মাহমুদ, অধ্যাপক মনসুর মুসা, অধ্যাপক এ এম হারুন-অর-রশীদ এবং প্রয়াত অধ্যাপক কাজী মো. জাকের হোসেনের পুত্র কাজী তাহের হোসেন।
নিসর্গবিদ দ্বিজেন শর্মা বলেন, পরিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে আমরা এখন এক সংকটের মধ্যে বসবাস করছি। এ সময় অধ্যাপক কাজী মো. জাকের হোসেনের মতো নিঃস্বার্থ এবং অনুরাগীপ্রকৃতি বিজ্ঞানীর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অপরিসীম। অধ্যাপক নুরজাহান সরকার বলেন, তিনি ছিলেন একজন নিষ্ঠাবান শিক্ষক, নিবেদিতপ্রাণ গবেষক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাখিবিশারদ। তার মৃত্যুতে এদেশের প্রাণিবিদ্যা শিক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পাখি গবেষণার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। তবে পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তার গভীর অনুভব এবং অভিজ্ঞতার অভাব পূরণ হওয়ার মতো নয়। তিনি প্রয়াত অধ্যাপকের সঙ্গে কাজ করার বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন। অধ্যাপক আকতারুন্নেসা চৌধুরী বলেন, এই গুণী মানুষের অনেক কিছুই ছিল অনুকরণীয়। তার শিক্ষা দেয়ার পদ্ধতিও ছিল ভিন্ন। সব সময়ই তিনি দেশের এবং দশের মঙ্গল চিন্তা করতেন। তার স্থান পূরণ হওয়ার নয়। অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, আমি সৌভাগ্যবান, ছাত্র হিসেবে তার স্নেহ পেয়েছি। আমাদের উচিত তার দেখানো পথ অনুসরণ করা। কিন্তু সে কাজটি যথেষ্ট কঠিন।
অধ্যাপক কাজী মো. জাকের হোসেন ১৯৩১ সালের ১ জানুয়ারি কুমিল্লার নাঙ্গলকোর্টের পাটোওয়ার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৬ সালে চাঁদপুর জি এইচ ই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন, ১৯৪৮ সালে ঢাকা কলেজ থেকে আইএসসি, ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং ১৯৫৩ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন জীববিদ্যা বিভাগে (উবঢ়ধৎঃসবহঃ ড়ভ ইরড়ষড়মু) লেকচারার হিসেবে যোগদান করেন এবং ১৯৭৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ১৯৯১ সালে চাকরি থেকে স্বাভাবিক অবসর গ্রহণের পর পুনঃনিয়োগপ্রাপ্ত অধ্যাপক হিসেবে ৫ বছর এবং সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে ২ বছর প্রাণিবিদ্যা বিভাগে শিক্ষকতা করেন। ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক পরিষদের সুপারিশ অনুযায়ী অধ্যাপক কাজী জাকের হোসেনকে প্রফেসর এমিরিটাস পদবিতে ভূষিত করা হয়। অধ্যাপক কাজী জাকের হোসেন ১৯৯০ সালে জাতিসংঘ প্রদত্ত গ্লোবাল ৫০০ রোল অব অনার এনভায়রনমেন্টাল অ্যাচিভমেন্ট লাভ করেন। তিনি ১৯৯২ সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত হন এবং ২০১০ সালে বন্যপ্রাণী সংরক্ষণে বঙ্গবন্ধু পুরস্কারে ভূষিত হন।



আইসিটি সংবাদ এর আরও খবর

বিবিআর কর্পোরেট অ্যাওয়ার্ড পেল রবি বিবিআর কর্পোরেট অ্যাওয়ার্ড পেল রবি
যুক্তরাজ্যের ক্রিয়েটিভপুল ২০২৫ এ স্টারকম বাংলাদেশের পুরস্কার অর্জন যুক্তরাজ্যের ক্রিয়েটিভপুল ২০২৫ এ স্টারকম বাংলাদেশের পুরস্কার অর্জন
চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি স্বাক্ষর চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিকের ১৪টি দেশে চালু হবে এইচবিও ম্যাক্স বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিকের ১৪টি দেশে চালু হবে এইচবিও ম্যাক্স
নতুন পোভা সিরিজ নিয়ে আসছে টেকনো নতুন পোভা সিরিজ নিয়ে আসছে টেকনো
এপনিক পলিসি সিগ এর কো-চেয়ার পূনঃনির্বাচিত হয়েছেন বাংলাদেশের শায়লা শারমিন এপনিক পলিসি সিগ এর কো-চেয়ার পূনঃনির্বাচিত হয়েছেন বাংলাদেশের শায়লা শারমিন
ফয়েজ আহমদ তৈয়্যব এর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সাক্ষাৎ ফয়েজ আহমদ তৈয়্যব এর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সাক্ষাৎ
মোবাইল ব্যালেন্স দিয়ে সাবস্ক্রিপশন কিনতে পারবেন টফি ব্যবহারকারীরা মোবাইল ব্যালেন্স দিয়ে সাবস্ক্রিপশন কিনতে পারবেন টফি ব্যবহারকারীরা
‘রোবো কিকার্স: ন্যাশনাল সকার বট চ্যাম্পিয়নশিপ ফর কিডস’ এর ফাইনাল অনুষ্ঠিত ‘রোবো কিকার্স: ন্যাশনাল সকার বট চ্যাম্পিয়নশিপ ফর কিডস’ এর ফাইনাল অনুষ্ঠিত
নতুন শিক্ষাক্রমে স্টেম শিক্ষায় অধিকতর গুরুত্ব আরোপ করা হবে: শিক্ষা উপদেষ্টা নতুন শিক্ষাক্রমে স্টেম শিক্ষায় অধিকতর গুরুত্ব আরোপ করা হবে: শিক্ষা উপদেষ্টা

আর্কাইভ

বিবিআর কর্পোরেট অ্যাওয়ার্ড পেল রবি
যুক্তরাজ্যের ক্রিয়েটিভপুল ২০২৫ এ স্টারকম বাংলাদেশের পুরস্কার অর্জন
চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিকের ১৪টি দেশে চালু হবে এইচবিও ম্যাক্স
নতুন পোভা সিরিজ নিয়ে আসছে টেকনো
এপনিক পলিসি সিগ এর কো-চেয়ার পূনঃনির্বাচিত হয়েছেন বাংলাদেশের শায়লা শারমিন
ফয়েজ আহমদ তৈয়্যব এর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সাক্ষাৎ
মোবাইল ব্যালেন্স দিয়ে সাবস্ক্রিপশন কিনতে পারবেন টফি ব্যবহারকারীরা
‘রোবো কিকার্স: ন্যাশনাল সকার বট চ্যাম্পিয়নশিপ ফর কিডস’ এর ফাইনাল অনুষ্ঠিত
নতুন শিক্ষাক্রমে স্টেম শিক্ষায় অধিকতর গুরুত্ব আরোপ করা হবে: শিক্ষা উপদেষ্টা