সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১৯, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৯ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » চট্রগ্রামে ঈদ ই-বাণিজ্য মেলা উপলক্ষ্যে মতবিনিময় সভা
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » চট্রগ্রামে ঈদ ই-বাণিজ্য মেলা উপলক্ষ্যে মতবিনিময় সভা
৪৫৪ বার পঠিত
রবিবার ● ৯ জুন ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্রগ্রামে ঈদ ই-বাণিজ্য মেলা উপলক্ষ্যে মতবিনিময় সভা

 e-commerce-640.jpg

বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্রগ্রাম দেশের অর্থনৈতিক, সামাজিক তথা সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর তাই চট্রগ্রামে ই-বাণিজ্যকে প্রসার করতে পারলে সামগ্রিক অগ্রগতি ত্বরান্বিত হবে। সেই লক্ষ্যেই আগামী মাসের ৪-৬ তারিখ চট্রগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে চট্রগ্রাম ঈদ ই-বাণিজ্য মেলা আয়োজন করা হয়েছে।ঢাকা ও সিলেট ই-বাণিজ্য মেলার মতো এটিও আশানুরুপ সাড়া ফেলবে। ই-বাণিজ্যসহ ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের বিভিন্ন সেবা সম্পর্কে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে।

রোববার চট্রগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঈদ-বাণিজ্য মেলা উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে এসব তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের সচিব নজরুল ইসলাম খান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্রগ্রাম জেলা প্রশাসক মোঃ আবদুল মান্নান। সমন্বয় করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের।

উপস্থিত ছিলেন চট্রগ্রাম ঈদ ই-বাণিজ্য মেলার আয়োজক প্রতিষ্ঠান কমপিউটার জগৎ এর নির্বাহী সম্পাদক মোহাম্মদ আবদুল হক (এম এ হক অনু), মেলার সমন্বয়কারী মোহাম্মদ এহ্তেশাম উদ্দিন মাসুম, চট্রগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক মাহফুজুল হক শাহ্, এবি ব্যাংকের সিনিয়র অ্যাডিশনাল ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) মোঃ শাহনেওয়াজ ফারুকী, বাংলাদেশ কমপিউটার কাউন্সিল প্রতিনিধিসহ স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।সচিব নজরুল ইসলাম খান আরো বলেন, চট্রগ্রামের পর দেশের বাইরে লন্ডনে ই-বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। মেলায় চট্রগ্রামসহ সারা বাংলাদেশের ব্যবসায়ীরা যাতে অংশগ্রহণ করতে পারে সেটি নিশ্চিত করতে হবে।

মেলা সম্পর্কে জেলা প্রশাসক মোঃ আবদুল মান্নান বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়, চট্রগ্রাম জেলা প্রশাসন ও মাসিক কমপিউটার জগৎ এর আয়োজনে এ মেলা সফল করতে ইতিমধ্যেই সকল স্টকহোল্ডার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ই-বাণিজ্য প্রতিষ্ঠানসহ তথ্যপ্রযুক্তি সেবাদাতাদের মেলায় অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে।
মেলাকে সফল করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থায় নেওয়া হবে। এতে প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিক্ষার্থীসহ সাধারণ জনগনের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে। সভায় আগামী ২০ জুন মেলার প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এআই দিয়ে তৈরি কনটেন্ট আলাদা করবে টিকটক
ফ্রন্টেক লিমিটেড এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত
বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
মিরপুর ও এলিফ্যান্ট রোডে ৯৭৭টি অবৈধ স্মার্ট টিভি বক্স ও সেট টপবক্স জব্দ
সেমিকন্ডাক্টর শিল্পের জন্য বাজেটে ৫’শ মিলিয়ন ডলার বরাদ্দ রাখার প্রস্তাব পলকের
শেষ হল যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৪
শাওমি বাংলাদেশের ডিস্ট্রিবিউটরস মিট অনুষ্ঠিত
শুরু হচ্ছে এ এস ইসলাম স্কুল অব লাইফ ২০২৪ এর অফলাইন পর্ব
অনলাইন কোরবানি হাট চালু করল বেঙ্গল মিট
টেলকো বীমা দাবি নিষ্পত্তি করলো বাংলালিংক ও গার্ডিয়ান