সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ৩০, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৯ জুন ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » শরীরের মধ্যে কম্পিউটার ‘স্মার্ট পিল’
প্রথম পাতা » প্রধান সংবাদ » শরীরের মধ্যে কম্পিউটার ‘স্মার্ট পিল’
৯৯৩ বার পঠিত
রবিবার ● ২৯ জুন ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শরীরের মধ্যে কম্পিউটার ‘স্মার্ট পিল’

 19_73162.jpg

শারীরিক সমস্যায় ভুগছেন? আপনাকে নিবিড় পর্যবেক্ষণ করবে ক্ষুদ্র একটি কম্পিউটার। চিকিত্সকের কাছে গেলে হয়তো দেখা যাবে, চিকিত্সক আপনাকে দুটি ছোট কম্পিউটার খেয়ে নিতে এবং পরদিন সকালে যোগাযোগ করতে বলছেন। এগুলো আপনার শরীরের যত্ন নেবে।এটা বৈজ্ঞানিক কোনো কল্পকাহিনি নয়। গবেষকেরা এরই মধ্যে ‘স্মার্ট পিল’ নামের এ ক্ষুদ্র সেন্সরযুক্ত যন্ত্র তৈরি করেছেন, যা পরীক্ষামূলকভাবে ব্যবহারও শুরু হয়ে গেছে।যুক্তরাষ্ট্রের চিকিত্সা প্রযুক্তি নিয়ে গবেষণা করে প্রটিউস ডিজিটাল হেলথ নামের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি সম্প্রতি স্মার্ট পিল নিয়ে পরীক্ষা শুরু করেছে। ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডারে এ তথ্য প্রকাশিত হয়েছে।গবেষকেরা জানিয়েছেন, এই স্মার্ট পিল গিলে খেয়ে ফেললে তা শরীরের মধ্য থেকে কাজ করতে পারে এবং প্রয়োজনীয় তথ্য চিকিত্সকের কাছে সরবরাহ করতে সক্ষম।এই পিল কীভাবে কাজ করে? গবেষকেরা বলেন, শরীরে ত্বকের সঙ্গে একটি ব্যান্ডেজ আকারের ‘প্যাঁচ’ লাগাতে হয়। পিলের মধ্যে থাকে ক্ষুদ্র একটি সেন্সর। এই দুটি যখন সংযোগ পায় তখন স্মার্টফোনে বিশ্লেষণের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। এ পিল থেকে ই-মেইল বা বার্তাও মোবাইল ফোনে পাওয়া যাবে। সঠিক সময়ে খাওয়া, ঘুম বা ওষুধ গ্রহণের বিষয়টিও এই পিলের তথ্য থেকে জানা যাবে। গবেষকেরা দাবি করেন, ঘুম, হূত্স্পন্দন, শ্বাস-প্রশ্বাসসহ শরীরের অন্যান্য তথ্যও এই স্মার্ট পিল ব্যবহার করে পাওয়া সম্ভব।

প্রশ্ন থেকে যায়, এ ধরনের পিল গ্রহণ নিরাপদ হবে কি না, তা নিয়ে। তবে ২০১২ সালে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই পিল গ্রহণ নিরাপদ বলেই মত দিয়েছে এবং এর নির্মাতা প্রটিউস ডিজিটাল হেলথকে এ পিল পরীক্ষার অনুমোদন দিয়েছে। অবশ্য, ২০১৫ সালের আগে এই স্মার্ট পিল বাজারে আসার সম্ভাবনা নেই।

পিলের কার্যক্ষমতা শেষ হয়ে গেলে কী হবে? গবেষকেরা দাবি করেছেন, এই পিলের কার্যকারিতা শেষ হলেও দুশ্চিন্তার কিছু নেই। অন্যান্য খাবারের মতো এই পিলও হজম হয়ে যাবে এবং শরীরের কোনো রকম ক্ষতি ছাড়াই বর্জ্য আকারে বের হয়ে যাবে।

পাসওয়ার্ড পিল

শরীরের তথ্য জানার জন্য বিশেষ এই স্মার্ট পিল নিয়ে যখন চিকিত্সাবিজ্ঞানীরা কাজ করছেন, তখন গুগল কাজ করছে পিল পাসওয়ার্ড নিয়ে। পাসওয়ার্ড যাঁদের মনে রাখতে কষ্ট হয়, তাঁদের জন্য বিশেষ উপযোগী হবে এই পিল। গুগল কর্তৃপক্ষের ভাষ্য, তাঁদের তৈরি পিলটি সেবনের পর শরীর থেকে একধরনের তরঙ্গ বের হবে। স্মার্টফোন বা অন্যান্য যন্ত্র এই তরঙ্গ শনাক্ত করতে সক্ষম হবে। এই পিল শরীরের কোনো ক্ষতি করবে না। অবশ্য এই পিল পাসওয়ার্ড এখনো উন্নয়নের পর্যায়ে রয়েছে।সুএঃপ্রথমআলো



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
নতুন ডেটা প্যাকেজ নিয়ে এলো বাংলালিংক
সিটি ব্যাংক ও ফুডপ্যান্ডা’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত
মোবাইল ফটোগ্রাফির ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তি
বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে হুয়াওয়ে
হজ রোমিং প্যাক নিয়ে এলো বাংলালিংক
বেসিস কোরিয়া ডেস্ক চালু
রবি গ্রাহকদের জন্য ক্যাসপারস্কির প্রিমিয়াম সাইবার সুরক্ষা
সাইবার হুমকির শীর্ষে র‌্যানসমওয়্যার: সফোস
ইন্টারনেট ট্রান্সমিশনে মূল্যহ্রাসের ঘোষণা বাহন লিমিটেডের
দেশের জন্য গৌরব বয়ে আনা তরুণদের সহায়তা করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব