শুক্রবার ● ৪ জুলাই ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » দেশের বাজারে এল কমদামের স্মার্টফোন ‘ওকাপিয়া’
দেশের বাজারে এল কমদামের স্মার্টফোন ‘ওকাপিয়া’
একসঙ্গে সাড়ে তিন হাজার বিক্রয় কেন্দ্র খুলে বাজারে এলো নতুন মোবাইল হ্যান্ডসেট ওকাপিয়া। হ্যান্ডসেটগুলো চীন থেকে আমদানি করছে স্থানীয় প্রতিষ্ঠান ওকায়ামা লিমিটেড।
গ্রাহকের চাহিদা বিবেচনায় রেখে, অপেক্ষাকৃত কম দামে ওকাপিয়ার হ্যান্ডসেটগুলো গ্রাহকের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছেন ওকায়ামা লিমিটেডের কর্মকর্তারা।
বৃহস্পতিবার একইসঙ্গে দেশের ৪৭টি স্থানে তিন হাজার ৫০০ আউটলেটে (বিক্রয়কেন্দ্র) উদ্বোধনের মধ্য দিয়ে ওকাপিয়ার যাত্রা শুরু হয়।
একই দিন রাজধানীর অভিজাত বিপণিবিতান বসুন্ধরা সিটিতে মোবাইল হ্যান্ডসেট কোম্পানিটির সার্ভিস সেন্টার উদ্বোধন করেন ওকায়ামা লিমিটেডের চেয়ারম্যান সুব্রত দাশ এবং ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেন।

সুব্রত দাস বলেন, “গ্রাহকদের রুচি ও সামর্থ্য বিবেচনায় নিয়ে ওকাপিয়ার হ্যান্ডসেটগুলো বাজারজাত করা হয়েছে। আশা করি গ্রাহকদের পছন্দ হবে এটি।”
তোফাজ্জল হোসেন বলেন, “চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে অপেক্ষাকৃত কম দামে মানসম্মত হ্যান্ডসেট গ্রাহকদের হাতে তুলে দিতেই আমরা ওকাপিয়ার হ্যান্ডসেটগুলো বাজারে এনিছি।”
কর্মকর্তারা জানান, বর্তমানে আটটি বিশেষ মডেলের সেট বাজারে পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন এক হাজার ১০০ টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন এবং ফিচার ফোনসেটগুলো কিনতে পারবেন গ্রাহকরা।সুএঃকালেরকন্ঠ






দেশের বাজারে শাওমি ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের প্যাড ৭ নিয়ে এলো টেকটাইম
‘রোবট ফোন’ এর টিজার উন্মোচন করল অনার
মোবাইল ফটোগ্রাফির ভবিষ্যৎ গড়ছে জাইস ও ভিভো
বাংলাদেশের বাজারে টেকনো’র নতুন স্মার্টফোন স্পার্ক ৪০ ফাইভজি
বাজারে গিগাবাইটের নতুন এআই ল্যাপটপ ‘অ্যারো এক্স১৬’ ও ‘গেমিং এ১৬’
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো ‘এআই পার্টি ফোন’ রিয়েলমি ১৫ সিরিজ
বাংলাদেশে অফিসিয়াল আইফোন ১৭ আনল গ্যাজেট অ্যান্ড গিয়ার
দেশের বাজারে এআইনির্ভর গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন
ভিভো ভি৬০ লাইটের সাথে অ্যাডভেঞ্চার ও অফার
ক্যামন ৪০ সিরিজের ৫জি ফোন আনল টেকনো