
সোমবার ● ২০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে শাওমি ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের প্যাড ৭ নিয়ে এলো টেকটাইম
দেশের বাজারে শাওমি ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের প্যাড ৭ নিয়ে এলো টেকটাইম
দেশের বাজারে সম্প্রতি শাওমি ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের প্যাড ৭ মডেলের একটি ট্যাবলেট নিয়ে এসেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান টেকটাইম। ব্ল্যাকশার্ক ব্র্যান্ডটি শাওমির সাব-ব্র্যান্ড হিসেবে বিশ^ব্যাপী পরিচিত।
ট্যাবলেটটির প্রধান আকর্ষণ হলো আই-কেয়ার ফিচারসহ এর ১১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজ্যুলেশন এফএইচডি+ (১৯২০ বাই ১২০০ পিক্সেল)। এর রিফ্রেশ রেট ৯০ হার্টজ, ফলে স্মুথ ভিজ্যুয়াল এক্সপেরিন্সে পাওয়া যায়। প্রসেসর হিসেবে এতে মিডিয়াটেক হেলিও জি৮৮ চিপসেট ব্যবহার করা হয়েছে। র্যাম অপশনগুলোতে ৬ জিবি (ওয়াইফাই ভার্সন) এবং ৮ জিবি (ফোরজি ভার্সন) রয়েছে। এক্সটেন্ডেড র্যাম সাপোর্টে এটি ৮ জিবি + ১৬ জিবি (ভার্চুয়াল) পর্যন্ত করা যায়। স্টোরেজ ১২৮ জিবি, যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ট্যাবটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৫। স্লিম ডিজাইন এবং লাইটওয়েট প্যাড ৭-এর ব্যাটারি ক্যাপাসিটি ৭৭০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার হওয়ায় এটি দীর্ঘ ব্যবহারের জন্য উপযোগী। ডলবি অ্যাটমস সাপোর্ট থাকায় এর সাউন্ড কোয়ালিটি বেশ উন্নত। টেকটাইমের মাধ্যমে এই ট্যাবলেটটি অনলাইন প্ল্যাটফর্ম দারাজ, পিকাবু, টেকটাইম, সুমাসটেক এবং রকমারি সহ অন্যান্য অনলাইন প্লাটফর্মেও পাওয়া যাচ্ছে।
শাওমি ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের ওভারসিজ বিজনেস ম্যানেজার মোহাম্মদ আশিকুর রহমান জন এ বিষয়ে বলেন, টেকটাইমের মাধ্যমে শাওমি ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের ট্যাব, স্মার্টওয়াচ, টিডাব্লিউএস এবং গেমিং ডিভাইস বাংলাদেশের বাজারে আসছে। ব্যবহারকারীদের কাছে সাশ্রয়ী মূল্যে ভালোমানের পণ্য এবং নতুন প্রযুক্তি তুলে দেওয়া আমাদের লক্ষ্য। ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করার জন্য তিনি টেকটাইমের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা সাকিব আরাফাত এবং টেকটাইম সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।