
সোমবার ● ২০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ‘রোবট ফোন’ এর টিজার উন্মোচন করল অনার
‘রোবট ফোন’ এর টিজার উন্মোচন করল অনার
‘রোবট ফোন’ নামে পরিচিত নতুন স্মার্টফোনের টিজার প্রকাশ করেছে এআই-নির্ভর স্মার্টডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অনার। সম্প্রতি, নিজেদের ম্যাজিক ৮ ফোন সিরিজের উন্মোচন অনুষ্ঠানে ফোনটির টিজার প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এই স্মার্টফোনে যুক্ত করা হয়েছে উন্নত রোবোটিকস প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইমোশনাল ইন্টেলিজেন্স।
প্রথম দেখায় ফোনটি দেখতে সাধারণ স্মার্টফোনের মতোই মনে হয়। তবে এর পেছনের দিকে রয়েছে একটি গিম্বল-স্টাইলের রোবোটিক আর্মে বসানো পপ-আপ ক্যামেরা, যা প্রয়োজন অনুযায়ী সক্রিয়ভাবে নড়াচড়া করে। এ ফিচারের মাধ্যমে ‘রোবট ফোন’ ব্যবহারকারীর যেকোন গতিবিধি শনাক্ত করতে ও সে অনুযায়ী সাড়া দিতে পারে, যোগাযোগ করতে পারে, এমনকি মুখভঙ্গি বা গতিবিধির মাধ্যমে নিজের অনুভূতিও প্রকাশ করতে পারে। টিজারে দেখা যায়, ফোনটির ক্যামেরা মজার ভঙ্গিতে নড়াচড়া করছে এবং বিভিন্ন মুখভঙ্গির মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছে।
জানা গেছে, ২০২৬ সালে বার্সেলোনায় অনুষ্ঠাতিব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অনার আনুষ্ঠানিকভাবে ফোনটির বিস্তারিত তথ্য প্রকাশ করবে এবং সরাসরি প্রদর্শনী করবে।
এ বিষয়ে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, রোবট ফোন উন্মোচন করার মাধ্যমে অনার এআই-নির্ভর ডিভাইস উদ্ভাবনের প্রথমসারিতে নিজেদের অবস্থান আরও জোরদার করেছে। আগামীতে আমরা স্মার্টফোনকে শুধুমাত্র একটি যোগাযোগ মাধ্যম হিসেবে না দেখে ব্যবহারকারীর একজন সংবেদনশীল সঙ্গী হিসেবে তৈরি করতে চাই, যা মানুষের প্রয়োজন বুঝে সে অনুযায়ী সেবা দিবে এবং সার্বক্ষণিক সঙ্গ, বিনোদন ও জ্ঞানার্জনে সহায়তা করে ব্যবহারকারীর জীবনকে সমৃদ্ধ করবে।
‘রোবট ফোন’ অনারের ‘আলফা প্ল্যান’ নামক উদ্যোগ বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার লক্ষ্য বিশ্বজুড়ে ভোক্তাদের কাছে ক্রমপরিবর্তনশীল এআই প্রযুক্তিনির্ভর ডিভাইস অভিজ্ঞতা পৌছে দেওয়া।