রবিবার ● ১৯ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » বন্ধ হয়ে যাচ্ছে টুইটপিক
বন্ধ হয়ে যাচ্ছে টুইটপিক
বন্ধ হয়ে যাচ্ছে টুইটার ফটো এবং ভিডিও শেয়ারিং সাইট টুইটপিক। ট্রেডমার্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই জটিলতার মধ্যে ছিল ওয়েবসাইটটি।
যদিও কিছুদিন আগে টুইটপিক কর্তৃপক্ষ জানিয়েছিল, সেবাটি বন্ধ করা হবেনা। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, অন্য একটি প্রতিষ্ঠান এটি অধিগ্রহণ করে নিতে যাচ্ছে। তবে আজ হঠাৎ করে জানানো হয় যে, অধিগ্রহণ করার কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান না পাওয়ায় শেষ পর্যন্ত বন্ধ করেই দিতে হচ্ছে টুইটপিক।
টুইটার চালু করার পর যখন এতে ছবি শেয়ার করার কোন ব্যবস্থা ছিল না, তখনই নিজেদের অস্তিত্ব জানান দেয় টুইটপিক। এরপর থেকেই বেশ জনপ্রিয় হতে থাকে সেবাটি। আর এর মধ্যেই ছবি শেয়ার করার ব্যবস্থা চালু করে টুইটার। ফলে টুইটপিকের ব্যবহার কমে আসতে থাকে।
আর সম্প্রতি ট্রেডমার্ক আইনে প্রতিষ্ঠানটির সাথে বিবাদে জড়িয়ে পড়ে টুইটার। আর তাই সব মিলিয়ে এখন নিজেদের গুটিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি।






অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা
বাংলালিংক ও বিপিডিবির মধ্যে চুক্তি
বাংলাদেশ কম্পিউটার সমিতির বাজেট প্রতিক্রিয়া
বেড়েছে বাংলালিংকের মোট আয় ও ফোর-জি গ্রাহক সংখ্যা
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও শপআপের মধ্যে চুক্তি
মেঘনা ক্লাউডের কার্যক্রম শুরু
বীমা সুবিধা পাবেন আইফার্মার’র কর্মী ও পরিবার
পাওনা টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু করেছে ইভ্যালি
বাজারে ইনফিনিক্সের ইনবুক সিরিজের দুটি ল্যাপটপ
নগদের ইসলামিক মার্চেন্ট অ্যাকাউন্ট