বুধবার ● ২৯ জুন ২০১৬
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » তথ্যপ্রযুক্তি কোম্পানির অফিস স্পেস ভাড়ার ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তথ্যপ্রযুক্তি কোম্পানির অফিস স্পেস ভাড়ার ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তথ্যপ্রযুক্তি কোম্পানি কর্তৃক বাড়ি বা অফিস স্পেস ভাড়ার উপর প্রদেয় ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের জন্য প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে সংসদে এই ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করেন তিনি।
এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে আইটি কোম্পানি কর্তৃক বাড়ি ভাড়া বা অভিস স্পেস ভাড়ার উপর ভ্যাট শতকরা ১৫ শতাংশ করার প্রস্তাব করেছিলেন।
বাজেট প্রস্তাব করার পরে তার প্রতিক্রিয়া জানাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে আইটি কোম্পানি কর্তৃক বাড়িভাড়ার উপর থেকে ভ্যাট সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবি জানায়।
এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই খাত থেকে ভ্যাট প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রীর কাছে সুপারিশ করা হয়েছে বলেও জানান।
এরই মধ্যে বুধবার প্রধানমন্ত্রী আগামী অর্থবছরের বাজেট থেকে এই ভ্যাট প্রত্যাহারের জন্য সংসদে প্রস্তাব করলেন।





অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা
বাংলালিংক ও বিপিডিবির মধ্যে চুক্তি
বাংলাদেশ কম্পিউটার সমিতির বাজেট প্রতিক্রিয়া
বেড়েছে বাংলালিংকের মোট আয় ও ফোর-জি গ্রাহক সংখ্যা
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও শপআপের মধ্যে চুক্তি
মেঘনা ক্লাউডের কার্যক্রম শুরু
বীমা সুবিধা পাবেন আইফার্মার’র কর্মী ও পরিবার
পাওনা টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু করেছে ইভ্যালি
বাজারে ইনফিনিক্সের ইনবুক সিরিজের দুটি ল্যাপটপ
নগদের ইসলামিক মার্চেন্ট অ্যাকাউন্ট