রবিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » আইসিটি পড়াশোনা » শিক্ষকদের অনলাইন প্ল্যাটফর্ম ‘ইন্সট্রাক্টরি’ উদ্বোধন
শিক্ষকদের অনলাইন প্ল্যাটফর্ম ‘ইন্সট্রাক্টরি’ উদ্বোধন
![]()
অনলাইনে শিক্ষকদের জন্য শিক্ষা দেওয়ার প্ল্যাটফর্ম ‘ইন্সট্রাক্টরি’ উদ্বোধন করেছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিষয়ক প্রতিষ্ঠান শিখবে সবাই। গতকাল ২৩ ২৩ ফেব্রুয়ারি ‘প্ল্যাটফর্ম উদ্বোধন ও সনদপত্র বিতরণ’ অনুষ্ঠানে নতুন এ প্ল্যাটফর্ম ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে মোট ১ হাজার ২০০ প্রশিক্ষণার্থীকে সনদ দিয়েছে শিখবে সবাই।
ইন্সট্রাক্টরি প্ল্যাটফর্ম বিষয়ে শিখবে সবাই এর প্রধান নির্বাহী রিফাত এম হক বলেন, ‘ইন্সট্রাক্টরি’ প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো শিক্ষক তাদের শিক্ষাকে কোর্স হিসেবে দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। এর লক্ষ্য ই-শিক্ষা এবং আয়ের উপযোগী প্ল্যাটফর্মের সুবিধা দেওয়া।’
শিখবে সবাই-এর বিজ্ঞপ্তিতে বলা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘বাংলাদেশে মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।’
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, তথ্যপ্রযুক্তি খাত, স্টার্টআপ এবং শিক্ষা কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা রচিত উপন্যাস ‘যুবক যেখানে যেমন’
বিডিকলিং একাডেমিতে নারীদের জন্য ‘অ্যাডভান্স ফটোশপ’ কোর্স
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের মধ্যে চুক্তি
নারীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের স্টেম স্কলারশিপ
আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি
ব্রিটিশ কাউন্সিলের স্কুলস নাও সম্মেলন অনুষ্ঠিত
ট্যালেন্ট হান্টের মাধ্যমে মেধাবীদের জন্য দেশে বিশ্বমানের শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী পলক
বই মেলায় আলতামিশ নাবিল এর ‘কন্টেন্ট রাইটিং এর মহারাজা’
কম্পিউটার হার্ডওয়্যার সার্ভিস খাতে বিসিএস এর প্রশিক্ষণ কর্মসূচি