রবিবার ● ১৬ জুন ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ই-কমার্সে ভ্যাট প্রত্যাহার চায় বেসিস
ই-কমার্সে ভ্যাট প্রত্যাহার চায় বেসিস
![]()
অনলাইন কেনাকাটায় ভ্যাট প্রত্যাহার দাবি করেছে দেশের সফটওয়্যার খাতের সংগঠন বেসিস। একইসঙ্গে ই-কমার্স খাতে এখনো ভ্যাট আরোপের সময় আসেনি উল্লেখ করে আগামী পাঁচ বছর ই-কমার্স খাতকে ভ্যাটের আওতা মুক্ত রাখার দাবি জানিয়েছেন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর।
আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে হার্ডওয়্যার খাতের সংগঠন বিসিএস, সফটওয়্যার খাতের সংগঠন বেসিস, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন (আইএসপিএবি) ও কল সেন্টার অ্যাসোসিয়েশন (বাক্য) ২০১৯-২০ সালের প্রস্তাবিত বাজেট নিয়ে যৌথভাবে সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে বাজেট বিষয়ে সংগঠনগুলোর প্রতিক্রিয়া তুলে ধরা হয়।
বাজেট প্রতিক্রিয়ায় বক্তারা বলেন, বাজেটে গত অর্থবছরের চেয়ে এ বছর ২১৭৬ কোটি বেশি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা দক্ষ জনবল তৈরি ও অবকাঠামো তৈরির পরিকল্পিতভাবে ব্যয় করলে সুফল পাওয়া যাবে। ব্যবসায়ী পর্যায়ে কম্পিউটার ও যন্ত্রাংশের ওপর মূসক অব্যাহতি ও নতুন উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি বরাদ্দ রাখার বিষয়টি ইতিবাচক। তবে বাজেটে ই-কমার্সসহ কয়েকটি খাতে ভ্যাট প্রত্যাহার চান তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের বাজেটে সোশ্যাল মিডিয়া ও ভার্চ্যুয়াল ব্যবসায় সাড়ে ৭ শতাংশ ভ্যাটের কথা বলা হয়েছে। দেশের ই-কমার্স খাতকে ভার্চ্যুয়াল ব্যবসার ভেতরে ফেলায় নতুন এ খাতটির অগ্রগতির জন্য তা বাধার সৃষ্টি করবে। এ খাতে তাই ভ্যাট অব্যাহতির দাবি জানান তারা। এ ছাড়া তথ্যপ্রযুক্তি সেবার ওপর ৫ শতাংশ আরোপিত মূসক প্রত্যাহারের দাবিও জানানো হয়।





অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা
বাংলালিংক ও বিপিডিবির মধ্যে চুক্তি
বাংলাদেশ কম্পিউটার সমিতির বাজেট প্রতিক্রিয়া
বেড়েছে বাংলালিংকের মোট আয় ও ফোর-জি গ্রাহক সংখ্যা
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও শপআপের মধ্যে চুক্তি
মেঘনা ক্লাউডের কার্যক্রম শুরু
বীমা সুবিধা পাবেন আইফার্মার’র কর্মী ও পরিবার
পাওনা টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু করেছে ইভ্যালি
বাজারে ইনফিনিক্সের ইনবুক সিরিজের দুটি ল্যাপটপ
নগদের ইসলামিক মার্চেন্ট অ্যাকাউন্ট