সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ৫, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অনলাইন ডাক্তার » অনলাইনে রোগী নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
প্রথম পাতা » অনলাইন ডাক্তার » অনলাইনে রোগী নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
১১০ বার পঠিত
রবিবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইনে রোগী নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

---‘হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যারের মাধ্যমে অনলাইন রোগী নিবন্ধন প্রক্রিয়ার উদ্বোধন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। এর মাধ্যমে দেশে ডিজিটাল স্বাস্থ্য সেবার যাত্রা শুরু হলো। গত ৩ ফেব্রুয়ারি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘ডিজিটাল সিলেট সিটি’ প্রকল্পের আওতায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ৩১টি মডিউল বিশিষ্ট ‘হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম’ বাস্তবায়নাধীন রয়েছে। এ কার্যক্রমটি বাস্তবায়নের পর হাসপাতালে আগত রোগীরা সহজে সেবা পাবেন। কার্যক্রমটি বাস্তবায়িত হলে প্রত্যেক রোগীর আলাদা ইলেকট্রনিক হেল্থ রেকর্ড, সার্ভারে সংরক্ষিত থাকবে। ফলে একজন রোগীর পূর্বের ব্যবস্থাপত্র বা বিভিন্ন মেডিকেল পরীক্ষার রেকর্ডের ছাপানো দলিলাদি হারিয়ে গেলেও প্রয়োজনে তা খুঁজে বের করা সম্ভব হবে। এছাড়া এই সিস্টেম অন্য হাসপাতালে ব্যবহৃত হলে একই রোগীর মেডিকেল রেকর্ড ১সে সকল হাসপাতাল থেকেও এক্সেস করা যাবে। এ সফ্টওয়্যারের মাধ্যমে হাসপাতালের অন্যান্য কার্যক্রমও ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হাসপাতালের সেবার মান উন্নত হবে। তিনি স্মার্ট সিলেট বাস্তবায়নে আইসিটি বিভাগের সহযোগিতা কামনা করেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ হারুন-অর-রশীদ প্রমুখ।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য আইডিয়া প্রকল্পের সার্টিফিকেট কোর্স
বিটিআরসিতে ডিজিটাল সেবার প্রদর্শনী
ফাইবার এট হোম-কে ১৫ বছরের জন্য লাইসেন্স নবায়ন করল বিটিআরসি
ইনোভেশন হাব থেকে বের হবে ইউনিকর্ন স্টার্টআপ
বিকাশ পেমেন্টের মাধ্যমে গোল্ড কিনে সঞ্চয় করা যাচ্ছে ‘গোল্ড কিনেন’ অ্যাপে
বিসিএস এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
কর্মক্ষমতা বৃদ্ধি, নতুন আয়ের উৎস তৈরি এবং দক্ষতা বাড়াতে ভূমিকা রাখছে মোবাইল সংযোগ
কাউন্টার পয়েন্ট রিসার্চের মতে বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
এশিয়া-প্যাসিফিকে শ্রেষ্ঠ উদ্ভাবনী কোম্পানির তালিকায় ষষ্ঠ স্থানে ইনফিনিক্স
এসসিবি-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডে সেরার স্বীকৃতি পেল আইফার্মার