 
  শুক্রবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » চার বেসিস সদস্য কোম্পানি পেল এশিয়া স্মার্ট অ্যাপ অ্যাওয়ার্ডস ২০২৪
চার বেসিস সদস্য কোম্পানি পেল এশিয়া স্মার্ট অ্যাপ অ্যাওয়ার্ডস ২০২৪
 বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর চার সদস্য কোম্পানি এশিয়া স্মার্ট অ্যাপ অ্যাওয়ার্ডস ২০২৪-এ বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে। হংকংয়ের নিউ ওয়ার্ল্ড মিলেনিয়াম হোটেলে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে হংকং ওয়্যারলেস টেকনোলজি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (ডব্লিউটিআইএ)।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর চার সদস্য কোম্পানি এশিয়া স্মার্ট অ্যাপ অ্যাওয়ার্ডস ২০২৪-এ বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে। হংকংয়ের নিউ ওয়ার্ল্ড মিলেনিয়াম হোটেলে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে হংকং ওয়্যারলেস টেকনোলজি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (ডব্লিউটিআইএ)।
কোম্পানি চারটি হলোঃ স্কাইলার্ক সফট লিমিটেড, স্কোয়াড ইনোভেটরস, স্বাধীন মিউজিক লিমিটেড এবং সিট্রেন্ডস সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
স্কাইলার্ক সফট লিমিটেড, বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ক্যাটাগরিতে উদ্ভাবনী পণ্য প্রো ট্র্যাকার এর জন্য পুরস্কৃত হয়েছে। একটি রিয়েল-টাইম গার্মেন্ট প্রোডাকশন ট্র্যাকিং অ্যাপ্লিকেশন, যা উৎপাদন শিল্পে বিপ্লব ঘটিয়েছে।
স্কোয়াড ইনোভেটরস, লাইফস্টাইল অ্যান্ড এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে ডে প্ল্যানিং এর জন্য অ্যাওয়ার্ডটি পেয়েছে। এটি একটি স্মার্ট অ্যাপ যা দৈনন্দিন সময়সূচি ও উৎপাদনশীলতা উন্নত করতে ডিজাইন করা হয়েছে, যা ব্যবহারকারীদের সময় ব্যবস্থাপনা সহজ করে।
স্বাধীন মিউজিক লিমিটেড, লাইফস্টাইল অ্যান্ড এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে মিউজিক এর জন্য স্বীকৃত হয়েছে। এটি একটি মিউজিক স্ট্রিমিং অ্যাপ্লিকেশন যা বিভিন্ন সংগীত প্রেমী মানুষদের জন্য বিস্তৃত এবং বৈচিত্র্যময় সঙ্গীত বিষয়বস্তু প্রদান করে।
সিট্রেন্ডস সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, পাবলিক সেক্টর অ্যান্ড সোশ্যাল ইনোভেশন ক্যাটাগরিতে দ্য সিটিজেন এর জন্য অ্যাওয়ার্ডটি পেয়েছে। এটি একটি অ্যাপ যা জনসেবা ও সামাজিক উদ্ভাবনকে উন্নত করতে ব্যবহারকারী বান্ধব প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
পুরস্কার ঘোষণার পূর্বে, বেসিসের সাবেক পরিচালক এবং এশিয়া স্মার্ট অ্যাপ অ্যাওয়ার্ডস ২০২৪-এর আঞ্চলিক এবং বৈশি^ক বিচারক তানভীর হোসেন খান একটি প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি বলেন, আমাদের সদস্য কোম্পানিগুলোর চারটি বিভাগে পুরস্কৃত হওয়া বাংলাদেশের প্রযুক্তি শিল্পের ক্রমবর্ধমান দক্ষতা এবং বৈশি^ক প্রতিযোগিতার প্রমাণ।
এ বিষয়ে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, আমাদের সদস্য কোম্পানিগুলোর এই অর্জনের জন্য আমরা অত্যন্ত গর্বিত। এই সাফল্য বাংলাদেশের সফটওয়্যার ও আইটি সেবা খাতের শক্তি এবং ভবিষ্যৎ উদ্ভাবনের মাইলফলক স্থাপন করছে। এই পুরস্কারগুলো আমাদের ক্রমবর্ধমান সক্ষমতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে আমাদের প্রভাবকে প্রতিফলিত করে।
উল্লেখ্য, এশিয়া স্মার্ট অ্যাপ অ্যাওয়ার্ডস এশিয়ার বিভিন্ন দেশের স্মার্ট অ্যাপ্লিকেশন ডেভেলপারদের উদ্ভাবন ও প্রযুক্তিগত দক্ষতাকে স্বীকৃতি প্রদান করে।





 ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে
    ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে     ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার
    ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার     রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা
    রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা     ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
    ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস     বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
    বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড     সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
    সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি     পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম
    পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম     
  
  
  
  
  
 