বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » মাস্টারকার্ডের ‘ডাইন. ডিলাইট. ডিপার্ট ফর থাইল্যান্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা
মাস্টারকার্ডের ‘ডাইন. ডিলাইট. ডিপার্ট ফর থাইল্যান্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা
মাস্টারকার্ড সম্প্রতি ‘ডাইন. ডিলাইট. ডিপার্ট ফর থাইল্যান্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। রাজধানীর গুলশান ১ এর শেফ’স টেবিলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মাস্টারকার্ড ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ডহোল্ডারদের জন্য ১৫ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা দেশের যেকোনো শেফ’স টেবিল আউটলেটে খাবার খেয়ে পুরস্কার জয়ের সুযোগ পান। সর্বোচ্চ মোট খরচকারী শীর্ষ ১০ জন কার্ডহোল্ডারকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
বিজয়ীদের মধ্যে ব্র্যাক ব্যাংক পিএলসি’র মো. ফোরকান উল্লাহ থাইল্যান্ডে ৩ দিন ২ রাতের কাপল ট্রিপ (এয়ারফেয়ার ও থাকার ব্যবস্থা সহ) জিতেছেন। ডাচ-বাংলা ব্যাংক পিএলসি’র সাজ্জাদ হোসেন এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মো. সাজ্জাদুল হাসান যথাক্রমে ২০ হাজার এবং ১৫ হাজার টাকার শেফ’স টেবিল ভাউচার পেয়েছেন। বাকি বিজয়ীরা প্রত্যেকে ৫,০০০ টাকার ভাউচার অর্জন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; ইন্ডাল্জ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের (আইএফবিএল) এক্সিকিউটিভ ডাইরেক্টর খন্দকার সাঈদুল ইসলাম, মাস্টারকার্ড বাংলাদেশের পরিচালক জাকিয়া সুলতানা ও সোহেল আলিম; মার্চেন্ট অ্যান্ড কমার্স লিড জুবায়ের হোসেনসহ পার্টনার ব্যাংকগুলোর সিনিয়র কর্মকর্তারা।





১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে
ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার
রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা
ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম