 
  সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ৪ বছরপূর্তিতে প্যান্ডামার্টের বিশেষ ক্যাম্পেইন
৪ বছরপূর্তিতে প্যান্ডামার্টের বিশেষ ক্যাম্পেইন
 ফুডপ্যান্ডার অনলাইন গ্রোসারি ডেলিভারি সেবা প্যান্ডামার্টের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য এক বিশেষ ক্যাম্পেইন নিয়ে এসেছে। মাসব্যাপী এই ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ মূল্য ছাড়, সারপ্রাইজ গিফট বক্স এবং লিমিটেড এডিশন পাউ-পাউ প্লাশি জেতার সুযোগ।
ফুডপ্যান্ডার অনলাইন গ্রোসারি ডেলিভারি সেবা প্যান্ডামার্টের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য এক বিশেষ ক্যাম্পেইন নিয়ে এসেছে। মাসব্যাপী এই ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ মূল্য ছাড়, সারপ্রাইজ গিফট বক্স এবং লিমিটেড এডিশন পাউ-পাউ প্লাশি জেতার সুযোগ।
ক্যাম্পেইনের আওতায় অক্টোবর মাসজুড়ে প্যান্ডামার্ট গ্রাহকরা শীর্ষস্থানীয় এফএমসিজি ব্র্যান্ডগুলোর পণ্যে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। প্রতি মঙ্গলবার ১,১৯৯ টাকা বা তার বেশি মূল্যের অর্ডারে মিলবে সারপ্রাইজ গিফট বক্স। এছাড়াও, ১৬৯৯ টাকা বা তার বেশি মূল্যের ১২টি অর্ডার করলে গ্রাহকরা প্যান্ডা রিওয়ার্ড ক্যাম্পেইনের অংশ হতে পারবেন, যেখানে প্রথম ১০০ জন বিজয়ী পাবেন লিমিটেড এডিশন পাউ-পাউ প্লাশি।
ফুডপ্যান্ডার কিউ-কমার্স ডিরেক্টর মোহাম্মদ তাবরেজ খান এ প্রসঙ্গে বলেন, ২০২০ সালের অক্টোবরে কোভিড-১৯ মহামারির সময় প্যান্ডামার্ট চালুর মাধ্যমে ফুডপ্যান্ডা বাংলাদেশে কেনাকাটার অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিয়েছে। নিত্য প্রয়োজনীয় সব পণ্য মাত্র এক ঘণ্টার মধ্যে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। ব্যবহারকারীদের দৈনন্দিন জীবন সহজ করতে আমরা সবসময় উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করছি।
উল্লেখ্য, প্রাথমিকভাবে গ্রোসারি পণ্য দিয়ে যাত্রা শুরু করলেও, প্যান্ডামার্ট এখন ব্যক্তিগত প্রসাধনীসহ বিভিন্ন লাইফস্টাইল পণ্য এবং এমনকি কনসার্টের টিকেটও সরবরাহ করছে। দেশের প্রধান শহরগুলোতে ২৪ ঘণ্টা সেবা প্রদান করে প্যান্ডামার্ট, ফলে গ্রাহকরা যেকোনো সময় প্রয়োজনীয় পণ্য অর্ডার করতে পারেন।





 ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে
    ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে     ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার
    ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার     রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা
    রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা     ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
    ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস     বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
    বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড     সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
    সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি     পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম
    পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম     
  
  
  
  
  
 