
সোমবার ● ১২ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে পারফরম্যান্স সিরিজ ১৪ ৫জি উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি
বাংলাদেশের বাজারে পারফরম্যান্স সিরিজ ১৪ ৫জি উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি
প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি নতুন দুটি স্মার্টফোন- রিয়েলমি ১৪ ৫জি এবং ১৪টি ৫জি প্রি-অর্ডার অফার সহ বাংলাদেশে বাজারজাত করতে যাচ্ছে।
রিয়েলমি ১৪ ৫জি স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন সিক্স জেনারেশন ৪ ৫জি চিপসেট। যা স্মুথ মাল্টিটাস্কিং এবং দ্রুত গেম লোডিং নিশ্চিত করে। অন্যদিকে, ১৪টি ৫জি স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি চিপসেট রয়েছে, যা পারফরম্যান্স, উন্নত কানেক্টিভিটি এবং পাওয়ার-সেভিং বৈশিষ্ট্য প্রদান করে।
১৪ মে এর মধ্যে স্মার্টফোনগুলো প্রি-বুক করলে সাথে পাবেন বিনামূল্যে এক জোড়া রিয়েলমি বাডস টি২০০ লাইট। এই বাডসগুলোও একই দিনে লঞ্চ করা হবে।
ডিভাইসগুলো ১২ মে, ২০২৫ বাংলাদেশে লঞ্চ করা হবে।