
বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভিভো ভি৬০ প্রি-অর্ডারে গিফট প্যাকের সাথে থাকছে তাহসানের সাথে দেখা করার সুযোগ
ভিভো ভি৬০ প্রি-অর্ডারে গিফট প্যাকের সাথে থাকছে তাহসানের সাথে দেখা করার সুযোগ
শুরু হয়েছে ভিভোর নতুন ডিভাইস ভি৬০ এর প্রি-অর্ডার। প্রি-অর্ডারের সঙ্গে সৌভাগ্যবান বিজয়ী পাবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে দেখা করা ও সময় কাটানোর সুযোগ। সাথে থাকছে স্পেশাল গিফট প্যাক, যেখানে থাকবে ৪,৯৯৯ টাকা মূল্যের রিরো ডাব্লিউ১০ ওয়াচ ও পোস্টকার্ড। ৬ সেপ্টেম্বর পর্যন্ত ভিভোর অফিসিয়াল ই-স্টোর বা যেকোনো অথোরাইজড শপ থেকে প্রি-অর্ডার করে উপভোগ করা যাবে এই সুবিধাগুলো।
উল্লেখ্য, প্রথমবারের মতো বাংলাদেশে ভিভোর ভি সিরিজে যুক্ত হলো জাইসের সুপার টেলিফটো লেন্স। ভিভো ভি৬০-তে আছে সনি আইএমএক্স৮৮৫ সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল সুপার টেলিফটো ক্যামেরা, যা ১০ গুণ জুমেও স্পষ্ট ও ডিটেইলড ইমেজ দেয়। এতে আছে, ৫০ মেগাপিক্সেল জাইস ওআইএস মেইন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল গ্রুপ সেলফি এবং ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা। আছে আল্ট্রা-ক্লিয়ার ফোরকে রেকর্ডিং ও মাইক্রো মুভি মোড যা, প্রতিটি ভিডিওকে করে আরও সিনেমাটিক। এর আপগ্রেডেড এআই ইরেজ ৩.০ দিয়ে যেকোনো অনাকাঙ্খিত বস্তু সরানো এখন আরও সহজ।
ইতোমধ্যেই স্মার্টফোনপ্রেমীদের মন কেড়েছে ডিভাইসটির বেরি পার্পল রঙ। এছাড়াও পাওয়া যাচ্ছে মিস্ট গ্রে ও ডেজার্ট গোল্ড রঙে।