
বুধবার ● ১৪ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সুখীর সাথে ফুডপ্যান্ডার চুক্তি
সুখীর সাথে ফুডপ্যান্ডার চুক্তি
ডেলিভারি পার্টনারদের জন্য স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস এর ‘সুখী’ ব্র্যান্ডের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।
এ অংশীদারত্বের ফলে ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনাররা এখন বিশেষ ছাড়ে সুখী থেকে টেলিমেডিসিন ও বিমাসেবা গ্রহণ করতে পারবেন। এর আওতায় সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত বিমা কাভারেজ পাওয়া যাবে। এছাড়াও, দেশের বিভিন্ন হাসপাতালে ও ডায়াগনস্টিক সেন্টারে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন তারা।
রাজধানীর গুলশানে ফুডপ্যান্ডা বাংলাদেশের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী, ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরী, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী, চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল, চিফ মার্কেটিং অফিসার হাসিবুল হাসান, এবং বিটুবি গ্রোথ লিড নিয়ামাহ আল রাব্বি।
এ অংশীদারিত্ব বিষয়ে ফুডপ্যান্ডা বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরী বলেন, আমাদের ডেলিভারি পার্টনাররা ফ্রিল্যান্স ভিত্তিতে কাজ করলেও, তারাই আমাদের প্ল্যাটফর্মের মূলভিত্তি। তাই, তাদের সুরক্ষা ও সুস্থতাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করি। সুখীর সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে আমরা তাদের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজ ও সাশ্রয়ী করতে পারব। এ উদ্যোগ আমাদের ‘প্যান্ডা হার্টস’ কর্মসূচির একটি অংশ। এ কর্মসূচির মাধ্যমে আমরা ডেলিভারি পার্টনারদের নিরাপত্তা, সুস্থতা ও উন্নয়নে কাজ করে যাচ্ছি।