
বুধবার ● ২ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » পাবজিকে ঘিরে জেগে উঠছে বাংলাদেশের গেমিং কমিউনিটি
পাবজিকে ঘিরে জেগে উঠছে বাংলাদেশের গেমিং কমিউনিটি
মোবাইল গেমিং, বিশেষ করে ‘পাবজি মোবাইল’, দেশের তরুণ প্রজন্মের মধ্যে অন্যতম শক্তিশালী সাংস্কৃৃতিক সংযোগ হিসেবে আবিভূূত হয়েছে। এক সময় নিছক একটি বিনোদন হিসেবে দেখা এই গেমটি এখন তরুনদের নিজেকে প্রকাশ করার মাধ্যম হিসাবে জায়গা করে নিয়েছে।
দেশজুড়ে ফোর-জি নেটওয়ার্কের বিস্তার ও সাশ্রয়ী দামে স্মার্টফোন সহজলভ্য হওয়ায় মোবাইল গেমিং এখন প্রায় সবার কাছে পৌঁছেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে তরুণদের মাঝে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ‘পাবজি মোবাইল’। গেমটির গেমপ্লের চেয়ে আলাদা করে জায়গা করে নিয়েছে এর উত্তেজনা, কৌশল ও দলগত সংযোগের অনুভূতি।
চলতি বছরের শুরুতে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় গেমিং প্রতিযোগিতা ‘পাবজি মোবাইল সুপার লিগ’ এর বাংলাদেশ পর্ব অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মঞ্চে নাম লেখায় বাংলাদেশের গেমিং দল ‘এ ওয়ান ই-স্পোর্টস’। তারা এশিয়ার সেরা গেমারদের সঙ্গে অংশ নেয় ‘সিএসএ স্প্রিং ২০২৫’ এর চূড়ান্ত পর্বে।
ইনফিনিক্স ২০২৫ সালের পিএমসিসি বাংলাদেশ নামের একটি টুর্নামেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিশ^বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার আগ্রহ ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ আয়োজন শুধু দলগত খেলার রোমাঞ্চ ফিরিয়ে আনেনি, বরং দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা গেমিং কমিউনিটিকেও নতুন করে গড়ে তুলেছে।
তরুণদের চাহিদা মেটাতে ইনফিনিক্স গেমারদেও জন্য বিশেষ পারফরম্যান্স ও ব্যাটারি লাইফের নতুন স্মার্টফোন নিয়ে আসছে। এটি ইনফিনিক্সের জিটি সিরিজের অংশ হবে বলেও জানা গেছে।