মঙ্গলবার ● ১৭ জুন ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাবার জন্য ওষুধ, মেডিকেল টেস্ট, হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
বাবার জন্য ওষুধ, মেডিকেল টেস্ট, হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
বাবা দিবস উপলক্ষে বাবার যত্নে ওষুধ কেনা থেকে মেডিকেল টেস্ট, হেলথ চেকআপে নির্দিষ্ট ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালে বিকাশ পেমেন্টে থাকছে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক। সেইসাথে বিকাশ অ্যাপ থেকেই বাবার জন্য লাইফ ও হেলথ ইন্সুরেন্স প্ল্যান কেনাতেও থাকছে ক্যাশব্যাক।
বাবা মানেই নির্ভরতার জীবনের প্রতিটি ধাপে যিনি ছায়ার মতো পাশে ছিলেন। বয়স বাড়ার সাথে সাথে তাদের যত্নের প্রয়োজন বাড়ে। ওষুধ কেনা থেকে শুরু করে নিয়মিত মেডিকেল টেস্ট, হাসপাতালের খরচ কিংবা হেলথ ইন্স্যুরেন্সের মতো বিষয়গুলোয় সময় মতো দেকভাল করতে পারলেই প্রিয় এই মানুষটাকে স্বস্তি দেয়া যায়। তাদেও জন্য ওষুধ কিনতে লাজফার্মা, তামান্না ফার্মেসি, একেএস ফার্মেসি সহ দেশজুড়ে প্রায় তিন হাজার ফার্মেসিতে বিকাশ পেমেন্ট করার সময় H1 কোড দিয়ে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ৫% করে ২৫ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৪ বার ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা। ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত চলা এই অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/campaign/healthcare-pharmacy-coupon-may25 এই লিংকে।
এদিকে, মেডিকেল টেস্ট করতে পপুলার ডায়াগনস্টিক, মেডিনোভা, ব্র্যাক হেলথকেয়ার সহ দেশজুড়ে প্রায় ৪৫০টি ডায়াগনস্টিক সেন্টারে নূন্যতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্ট করার সময় H2 কোড দিয়ে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকা ডিসকাউন্ট। দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বার ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা। ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত চলা এই অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/campaign/healthcare-diagnostics-coupon-may25 এই লিংকে।
আর এসপেরিয়া হেলথকেয়ার ও সাজিনাজ হসপিটাল-এর নির্দিষ্ট হেলথ চেকআপ প্যাকেজে বিকাশ পেমেন্টে থাকছে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারগুলো সম্বন্ধে বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/campaign/fathers-day-campaign-2025 এই লিংকে।





মিডল্যান্ড ব্যাংকে ইউনিসফটের ডিএলওএস সফটওয়্যার চালু
এফআইসিসিআই সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ পেল রবি
নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা প্রদানে ‘জিপি শিল্ড’ চালু করলো গ্রামীণফোন
অ্যাসোসিও অ্যাওয়ার্ড ২০২৫ পেল বাংলাদেশি দুটি প্রতিষ্ঠান
অটোমোটিভ সফটওয়্যার উন্নয়নে আইএসও ২৬২৬২ সনদ পেল ক্যাসপারস্কি
বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতে নিলো বিকাশ
১৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ই-ক্লাব ফ্যামিলি নাইট ২০২৫
ই-লার্নিং চালুর লক্ষ্যে বিএসসিএল ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মধ্যে চুক্তি
বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ খসড়া বিষয়ে অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত