
বুধবার ● ২৫ জুন ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দাম কমেছে অপো এ৩এক্স স্মার্টফোনের
দাম কমেছে অপো এ৩এক্স স্মার্টফোনের
অপো এ৩এক্স (৪ জিবি + ৬৪ জিবি) স্মার্টফোন এখন পাওয়া যাচ্ছে ১২,৯৯০ টাকায়; আগে এর দাম ছিল ১৩,৯৯০ টাকা। এতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিট্যান্স, যা ১.২ মিটার পর্যন্ত উচ্চতা থেকে পতন বা যেকোনো দিক থেকে আসা আঘাতের পরও ফোনটিকে আগের মতোই সচল রাখতে সক্ষম। পাশাপাশি, এর সাথে যুক্ত হওয়া মাল্টিপল লিকুইড রেজিট্যান্স ও স্প্ল্যাশ টাচ প্রযুক্তির কারণে হাত ভেজা থাকলেও ফোনটি সক্রিয় থাকবে। অনাকাঙ্খিত আবহাওয়া বা হঠাৎ ছিটে আসা পানির ক্ষেত্রে এটি নিখুঁতভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।
ডিভাইসটিতে ৫,১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ সুবিধা ব্যবহার করা হয়েছে। ফোনটির ইন্টেলিজেন্ট স্মার্ট চার্জিং ফিচার আপনার প্রতিদিনের ব্যবহারের অভ্যাস থেকে শিখতে সক্ষম, যা ব্যাটারির লাইফকে দীর্ঘায়িত করে। এর ডিসপ্লেতে রয়েছে ১,০০০ নিটস, যা প্রখর সূর্যের আলোতেও ফোন দেখার সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করবে।