মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » কার্টআপের ‘অক্টোবর অফারস’ ক্যাম্পেইন শুরু
কার্টআপের ‘অক্টোবর অফারস’ ক্যাম্পেইন শুরু
দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস কার্টআপ লিমিটেড (https://cartup.com) আয়োজন করেছে বিশেষ ক্যাম্পেইন ‘অক্টোবর অফারস’, যা চলবে ১৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
এই ক্যাম্পেইনে কার্টআপের পুরো প্ল্যাটফর্ম জুড়ে গ্রাহকরা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় ভাউচার সুবিধা, যেখানে রয়েছে সর্বোচ্চ ১৫% পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। এছাড়া, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে বিশেষ প্রিপেমেন্ট ডিসকাউন্ট। একই সঙ্গে বিকাশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দ্য সিটি ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে পাওয়া যাবে অতিরিক্ত ডিসকাউন্ট বা ক্যাশ ব্যাক সুবিধা।
এই বিষয়ে কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ আরেফিন বলেন, দেশীয় ই-কমার্স প্ল্যার্টফর্ম কার্টআপ- দ্রুত ডেলিভারি, বিশ্বস্ত ব্র্যান্ড ও আকর্ষণীয় অফারের মাধ্যমে গ্রাহকদের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অফারসে প্ল্যার্টফর্মের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে কেনাকাটা উপভোগ করতে ক্রেতাদেও প্র্রতি আহ্বান জানান তিনি।
কার্টআপের রয়েছে নিজস্ব হাব, গুদাম, সোর্টিং সেন্টার, নিজস্ব রাইডার ফ্লিট এবং বিশ্বস্ত ডেলিভারি পার্টনার। এর মাধ্যমে গ্রাহকরা পাচ্ছে ওপেন-বক্স ডেলিভারি, রিয়েল-টাইম ট্র্যাকিং এবং সময়মতো ডেলিভারি সুবিধা।
সকল অফার ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে কার্টআপ অ্যাপ, ওয়েবসাইট ও অফিশিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে।





প্রিয় ইনকরপোরেশন ও বাক্কো এর মধ্যে সমঝোতা চুক্তি সই
একেএস ফার্মেসি ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
এসএমই উদ্যোক্তাদের জন্য মাস্টারকার্ড ক্রেডিট কার্ড চালু
পাঠাও-এ এখন সিএনজি সেবা, থাকছে ক্যাশব্যাকও
নগদের মাধ্যমে ৭৮ লাখের বেশি গ্রাহক সরকারি অনুদান গ্রহণ করছে
দারাজ ১১.১১: বছরের সবচেয়ে বড় সেল নিয়ে ফিরছে ‘দ্য রিয়েল বস’
গ্রামীণফোন ‘ফিউচারমেকার্স’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
বাংলাদেশের বাজারে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন
খুলনায় উপকূলের মেয়েদের জন্য দুই দিনব্যাপী স্টেম ক্যাম্প অনুষ্ঠিত
বাজারে নতুন স্মার্টফোন হেলিও ৪৫