
বুধবার ● ২৫ জুন ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইএসপিএবি ও বিপিসির যৌথ আয়োজনে রাজশাহীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আইএসপিএবি ও বিপিসির যৌথ আয়োজনে রাজশাহীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর যৌথ উদ্যোগে গত ২১-২৩ জুন, ২০২৫ রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘আইএসপি অপারেশন এন্ড ম্যানটেনেন্স উইথ রাউটারওস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালায় বিভিন্ন আইএসপি’র ৬০ জন ইন্টারনেট প্রকৌশলী অংশগ্রহন করেন।
২৩ জুন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞাঁ। তিনি প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের সাথে প্রয়োগের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ঢাকার বাইরে প্রতিটি বিভাগে ও জেলায় চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের আয়োজন করা হবে। যার মাধ্যমে আমাদের প্রকৌশলীরা যেমন সুফল পাবে আইএসপি প্রতিষ্ঠানগুলো তেমনি উপকৃত হবে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবি রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএসপিএবি সহ-সভাপতি মোঃ নেয়ামুল হক খান, পরিচালক রাশেদুর রহমান রাজন, মোঃ মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম তুহিন, মোঃ জুবায়ের ইসলাম, এস এম সাইফুল ইসলাম সেলিম, রাজশাহী বিভাগীয় কমিটির সদস্যবৃন্দ ও অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ।
তিন দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আর্ন্তজাতিক ট্রেনিং বিশেষজ্ঞ মোঃ মাহবুব হাসান পাভেল, ইমাম হাসান রাজা, সুমন কুমার সাহা ও মোঃ শামসুজ্জামান।
কর্মশালায় আগত প্রশিক্ষণার্থীরা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে ইন্টারনেট নেটওর্য়াক তৈরী ও টেকনিক্যাল সমস্যা হলে কিভাবে তা সমাধান করা যায় এবং নিরাপদে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রান্তিক মানুষের নিকট সহজেই পৌঁছে দেয়া যায় তা আমরা হাতে-কলমে শিখতে পেরেছি। আইএসপিএবি প্রতি বছর অন্তত দুইটি টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম রাজশাহীতে আয়োজন করলে প্রত্যন্ত অঞ্চলে কর্মরত ইঞ্জিনিয়ারগণ উপকৃত হবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।