
সোমবার ● ৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জির মধ্যে চুক্তি স্বাক্ষরিত
ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জির মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ অবকাঠামোগত সেবাদাতা সংস্থা ইডটকো বাংলাদেশ সম্প্রতি পরিচ্ছন্ন যানবাহন ও জ¦ালানি উদ্ভাবন কোম্পানী টাইগার নিউ এনার্জি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে সারাদেশে পরিবেশবান্ধব বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা এবং সকলের জন্য পরিচ্ছন্ন জ¦ালানির সহজলভ্যতা নিশ্চিত করতে টেকসই জ¦ালানি ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই অংশীদারিত্ব টেলিকম অবকাঠামোতে প্রচলিত জ¦ালানির পরিবর্তে একীভূত নবায়নযোগ্য জ¦ালানি ব্যবস্থার দিকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করছে। এটি শুধু নিরবচ্ছিন্ন টেলিকম পরিষেবা নিশ্চিত করবে না, বরং কার্বন নিঃসরণ কমিয়ে এবং সবার জন্য জ¦ালানির সমান সুবিধা নিশ্চিত করে দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও ভূমিকা রাখবে।
এই অংশীদারিত্বের মাধ্যমে, উভয় প্রতিষ্ঠান একসাথে পরীক্ষামূলকভাবে কিছু নতুন উদ্ভাবনী পরিষেবা চালু করবে। যেমন- ব্যাটারি ব্যাকআপ সিস্টেম, সোয়াপিং স্টেশন এবং চার্জিং স্টেশন সিস্টেম। এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো জীবাশ্ম জ¦ালানির ওপর নির্ভরতা কমানো এবং বৃহত্তর জনগণের জন্য জ¦ালানি ব্যবস্থার সুযোগ বাড়ানো।
চুক্তির আওতায় নেওয়া উল্লেখযোগ্য উদ্যোগগুলো হলো:
ব্যাটারি-এজ-আ-সার্ভিস (বিএএএস): সাবস্ক্রিপশনভিত্তিক ব্যাটারি ব্যাকআপ সিস্টেম, যা গ্রিডে বিদ্যুৎ না থাকলেও টেলিকম টাওয়ারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করবে। ফলে নেটওয়ার্ক সংযোগ সবসময় একইরকম থাকবে।
ব্যাটারি সোয়াপিং স্টেশন (বিএসএস): ইডটকোর টাওয়ার সাইটগুলোতে স্থাপিত সোয়াপ পয়েন্ট, যা বৈদ্যুতিক যানবাহন, বিশেষ করে দুই ও তিন চাকার বাহনের চলাচলকে সহজতর করবে, চার্জিংয়ের সময় কমাবে এবং শেয়ারযোগ্য পরিচ্ছন্ন জ¦ালানি ব্যবস্থার সহায়ক হবে।
ব্যাটারি চার্জিং স্টেশন সিস্টেম (বিসিএসএস): সহজে ব্যবহারযোগ্য চার্জিং পয়েন্ট, যা রিকশা ও ইজিবাইকের মতো বাহনগুলোকে বিদ্যুৎ চার্জ দেওয়ার সুযোগ দেবে, যা সকলের জন্য পরিচ্ছন্ন জ¦ালানিকে সহজলভ্য করে তুলবে।
ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক বলেন, ‘এই অংশীদারিত্ব¡ শুধু একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়; বরং একটি সবুজ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যতের পথে সাহসী পদক্ষেপ। পরিচ্ছন্ন জ¦ালানিকে স্মার্ট অবকাঠামোর সঙ্গে একীভূত করে আমরা টেকসই বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করছি এবং মানুষের জীবনে বাস্তব প্রভাব তৈরি করছি।
টাইগার নিউ এনার্জির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও নিকোল মাও বলেন, ইডটকোর সঙ্গে আমাদের এই সহযোগিতা মূলত মানুষের ক্ষমতায়নের উদ্দেশ্যে করা। এই উদ্ভাবনী সমাধানগুলো পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ¦ালানির নতুন পথ উন্মুক্ত করছে, কার্বন নিঃসরণ কমাচ্ছে এবং সাধারণ মানুষকেও পরিবেশবান্ধব ভবিষ্যতে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে।